‘ধর্মের নামে বিষ ছড়ানো হচ্ছে’! নাম না করে বিজেপিকে বিঁধলেন দেব?

Spread the love

অক্ষয় তৃতীয়ার পূণ্য তিথিতে উদ্বোধন হয়ে গেল দিঘার জগন্নাথ মন্দির। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন সেখানে। তাঁর ডাকে হাজির ছিলেন টলিউডের একাধিক মুখ। ছিলেন অভিনেতা, সাংসদ দেব। জগন্নাথ মন্দির থেকে কী বার্তা দিলেন দেব?

কী বললেন দেব?

দিঘায় জগন্নাথ মন্দির বানানোয় অনেকেই বিদ্রূপ, কটাক্ষ করছেন সোশ্যাল মিডিয়ায়। সেই প্রসঙ্গে এদিন দেব সংবাদমাধ্যমকে বলেন, ‘কে কটাক্ষ করছে, কে নয় সেটার দায়িত্ব আমার নয়। এটা একটা দারুণ উদ্যোগ বলেই আমি মনে করি। এতে দিঘার পর্যটন আরও বাড়বে, লাভজনক হবে। ভোট টানার কথা এখন বলা যায় না, এই বছর তো নির্বাচন নেই। বাংলায় অনেকেই জগন্নাথের ভক্ত। তাঁরা বাংলার এই জগন্নাথধামে আসতে পারবেন।’

এদিন দেব আরও বলেন, ‘বিভিন্ন ধর্ম, দেব দিবি, সংস্কৃতি ধরে রাখি আমরা। এই জন্যই তো বিখ্যাত আমাদের দেশ। ভালো লাগার ব্যাপার আছে এটা যাঁরা দেখছেন তাঁরা সবাই বলছেন। ঈশ্বর সবাইকে শান্তি দিন। ভাগ করার রাজনীতি না হয় যেন সবটা। এক করার জন্যও কিছু রাজনীতির দরকার আছে। এই জন্যই দিঘার এই জগন্নাথ ধাম। এটার বিরোধিতা করেন যদি বিরোধীরা তাহলে সেটা বোকা বোকা হবে।’ শুধুই কি তাই, দেব এদিন স্পষ্ট করে দেন এখন ধর্মের নামে বিষ ছড়ানো হচ্ছে।

জগন্নাথ দেবের কাছে কী প্রার্থনা করেছেন সেটা জানিয়ে এদিন দেব বলেন, ‘ধর্মের নামে যেভাবে বিষ ছড়ানো হচ্ছে, মানুষকে আলাদা করা হচ্ছে, তাতে আমি একটাই প্রার্থনা করতে চাই। মানুষকে বুদ্ধি দিন, শান্তি দিন। ধর্ম যেন মানুষকে আলাদা না করে। শান্তি চাই। হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান নির্বিশেষে দেশের সব মানুষ যেন সুস্থ থাকেন। ভালো থাকেন।’

প্রসঙ্গত, এদিন দেব দিঘার জগন্নাথ মন্দিরের একাধিক ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে কোথাও প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তির ছবি রয়েছে। তো কোথাও তাঁদের সঙ্গে রয়েছেন দেবও। দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন দেবের পরনে ছিল হলুদ পাঞ্জাবি, সাদা ধুতি। গলায় ছিল গামছা। দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের পর বাবা মায়ের সঙ্গে সমুদ্র সৈকতে একান্তে কিছু সময় কাটান পর্দার হবু রঘু ডাকাত। সূর্যাস্তের সময় তাঁদের বিচে ঘুরে বেড়াতে দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *