ধার নিয়ে অনলাইন জুয়া খেলে সর্বস্বান্ত

Spread the love

অনলাইন জুয়া খেলতে ধার নিয়েছিলেন লক্ষ লক্ষ টাকা। জুয়ায় হেরে সেই টাকা শোধ করতে বিক্রি করে দিয়েছিলেন একটা কিডনি। তাতেও সব টাকা শোধ না হওয়ায় শেষে নামেন প্রতারণার খেলায়। আর তাতেই গ্রেফতার হলেন স্নাতক ডিগ্রিধারী এক যুবক। পেশায় ডেলিভারি বয় রওশন জামান নামে ওই যুবকের বাড়ি ভগবানগোলার পরহর সুন্দরপুর গ্রামে। তাঁকে গ্রেফতার করেছে বহরমপুর থানার পুলিশ।

জানা গিয়েছে, অভিযুক্তের ২ দাদার একজন পশু চিকিৎসক। অন্যজন ডাক ঘরের সরকারি কর্মী। রওশন নিজে পড়াশুনোর জন্য দীর্ঘদিন বহরমপুরের মেসে থাকে। আর সেখানেই তাঁর অনলাইন গেমে আসক্তি হয়। অনলাইন গেম খেলে একবার ১০ লক্ষ টাকা জেতে সে। এর পর তাঁর আত্মবিশ্বাস এমন জায়গায় পৌঁছয় যে লোকের কাছ থেকে টাকা ধার নিয়ে জুয়া খেলা শুরু করে সে। প্রথমে দাদাদের কাছ থেকে কয়েক লক্ষ টাকা ধার নেয়। তার পর ধার নেওয়া শুরু করে পরিচিতদের কাছ থেকে। কিন্তু ক্রমশ জুয়ায় হারতে থাকে রওশন। অবশেষে ধারের টাকা শোধ করতে প্রায় ৬ লক্ষ টাকায় একটি কিডনি বিক্রি করে দেয় সে। তা দিয়ে পরিচিতদের ধার শোধ করে ওই যুবক। কিন্তু দাদাদের ধার শোধ করতে পারেনি সে।

ধৃত জানিয়েছে, ধার শোধের জন্য দাদারা চাপ দিতে থাকলে প্রতারণার পথ বেছে নেয় সে। বহরমপুরের এক ব্যক্তির কাছ থেকে ফোনের সিম ও এটিএম কার্ড হাতিয়ে নিয়ে কয়েক লক্ষ টাকা সরিয়ে ফেলে। সেই ব্যক্তির অভিযোগের ভিত্তিতেই রওশনকে গ্রেফতার করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *