ধূমকেতুর মুক্তির দিন প্রকাশ্যে আসতেই কী বললেন রুক্মিণী?

Spread the love

অবশেষে মুক্তির আলো দেখতে চলেছে ধূমকেতু। এতদিন দর্শকরা যে ছবির জন্য মুখিয়ে থেকেছেন অবশেষে সেই ছবি সমস্ত জটিলতা কাটিয়ে বড় পর্দায় আসছে। স্বাধীনতার মাসে সিনেমা হলে মুক্তি পাচ্ছে দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত এই ছবি। ধূমকেতুর আসার খবরে কী প্রতিক্রিয়া রুক্মিণী মৈত্রর?

কী ঘটেছে?

একটা সময় দেব শুভশ্রীর জুটিকে পর্দায় বাইরে বাস্তবেও দেখতে চেয়েছিল দর্শকরা। কিন্তু তাঁদের সেই সম্পর্ক টেকেনি। তবে প্রেমে বিচ্ছেদ এলেও কাজে সেটার প্রভাব পড়তে দেননি তাঁরা। বিচ্ছেদ যন্ত্রণা সরিয়ে শ্যুটিং করেন ধূমকেতুর। কিন্তু টলিউডের একসময়ের অন্যতম সফল অনস্ক্রিন জুটির এই ছবি এতদিন নানা কারণে মুক্তি পায়নি। এবার অবশেষে চলতি বছরের আগস্ট মাসে মুক্তি পাবে ধূমকেতু। দর্শকরা যেমন খুশি বহু প্রতীক্ষিত এই ছবির মুক্তির খবরে, খুশি দেবও। যদিও শুভশ্রী গঙ্গোপাধ্যায় জানিয়েছেন তিনি সন্দিহান যে দর্শকদের কেমন লাগবে এই ছবিতে করা তাঁর অভিনয়। কারণ এখন তিনি অনেক পরিণত। অন্যদিকে রুক্মিণী মৈত্রও এদিন নিজের প্রতিক্রিয়া জানালেন ধূমকেতু।

সদ্যই অনুষ্ঠিত হয়ে গেল ২২ তম টেলি সিনে অ্যাওয়ার্ডস। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন রুক্মিণী মৈত্র। অ্যাম অর্পিতাকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেত্রী কথা বলেন ধূমকেতু নিয়ে। জানান, তিনিও অপেক্ষা করে আছেন এই ছবির জন্য। রুক্মিণীর কথায়, ‘আরে আমিও অপেক্ষা করে আছি ছবিটার জন্য। অবশেষে আসছে।’

ধূমকেতু নিয়ে শুভশ্রীর মত

চলতি বছরের গোড়ার দিকে যখন সৃজিত মুখোপাধ্যায়ের লহ গৌরাঙ্গের নাম রে ছবিটির শুভ মহরত হয় সেই দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভশ্রী ধূমকেতু ছবিটি নিয়ে তাঁর মতামত জানিয়েছিলেন। তখনও জানা ছিল না যে এই বছরই মুক্তি পাবে সেই ছবি, তাই যখন তাঁর থেকে জানতে চাওয়া হয় যদি এই ছবি মুক্তি পায় তাঁর প্রতিক্রিয়া কী হবে, তিনি জানান, ‘রানা দা (রানা সরকার, প্রযোজক) আমায় বলেছে যে ধূমকেতু হয়তো রিলিজ হতে পারে। দর্শক যতটা এক্সাইটেড, যদি রিলিজ হয় দর্শকের জন্য আমি খুশি হবো।’ তিনি এদিন একই সঙ্গে বলেন, ‘সত্যি কথা বলতে ওই ছবিটা খুবই ভালো একটা ছবি, কিন্তু আমি এখন অনেকটাই আপগ্রেডেড ভার্সন। আমার অভিনয় দেখে মানুষের কতটা ভালো লাগবে আমি সেটা নিয়ে নিশ্চিত নই। একটা পুরোনো ছবি রিলিজ হবে, আমার ছবি এটাই।’

ধূমকেতুতে প্রস্থেটিক মেকআপে বয়স্ক লুকে দেখা যাবে দেবকে। অভিনেতাকে বহুবার বলতে শোনা গিয়েছে, তাঁর কেরিয়ারের অন্যতম সেরা সিনেমা ‘ধূমকেতু’। ২০১৬ সালে শ্যুটিং হয়েছিল এই ছবির। কিন্তু নানা কারণে গত ৯ বছর ধরে মুক্তি পিছিয়ে যায় ক্রমাগত। ৪ কোটি খরচ করে ‘ধূমকেতু’র শ্যুট করেছিলেন রাণা। কিন্তু আইনি জটিলতায় আটকে যায় ছবির মুক্তি। অবশেষে মুক্তি পাচ্ছে ছবিটি। কৌশিক গঙ্গোপাধ্যায় এই ছবিটির পরিচালনা করেছেন। এখানে দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে জুটিতে দেখা যাবে। এটা তাঁদের জুটির শেষ ছবি। তাঁদের সঙ্গে এখানে রয়েছেন রুদ্রনীল ঘোষও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *