‘ধূমকেতু’ মুক্তির আগে শুভশ্রীর মুখে দেবের প্রশংসা

Spread the love

২০১৫-এর অক্টোবর মাসে শ্যুটিং শুরু হয়েছিল দেব-শুভশ্রী ‘ধূমকেতু’-এর। তারপরই সেই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু নানা জটিলতায় আর তখন ছবি মুক্তি পায়নি। মাঝে কেটে গিয়েছে প্রায় ৯টা বছর। তবে তাতে এই ছবি নিয়ে বাংলার দর্শকদের আগ্রহ বিন্দুমাত্র কমেনি। চলতি বছরের ১৪ অগস্ট অবশেষে ‘ধূমকেতু’ মুক্তি পেতে চলেছে। তবে এই সিনেমাটির গল্প নিয়ে যতটা মানুষের মধ্যে আগ্রহ, তার থেকেও বেশি আগ্রহ দেব-শুভশ্রী জুটিকে ফের বড় পর্দায় দেখা নিয়ে।

তবে এই ৯ বছরে শুভশ্রী এবং দেব একে অপরের সঙ্গে একটাও কথা বলেননি। কিন্তু ‘ধুমকেতু’র কারণে যদি ফের একে অপরের সঙ্গে তাঁরা কথা বলার সুযোগ পান তবে দেব কী বলবেন তা নায়ক আগেই জানিয়েছিলেন। আর এবার দেবের সেই কথার জবাবে আনন্দবাজার ডট কমের কাছে মুখ খুললেন শুভশ্রী।

নায়িকা বলেন, ‘ও আমাকে নিয়ে কিছু বলেছে বললে, আমাকেও বলতে হবে এমনটা নয়। তবে এত বছর পর ছবিটা মুক্তি পাচ্ছে, এটার থেকে বড় আর কী হতে পারে। তবে আমি দেবকে ধন্যবাদ জানাব, কারণ ও আমার এই পরিশ্রম, আমার কাজ, আমার সংসার নিয়ে কথা বলেছে, প্রশংসা করেছে। আমিও বলতে চাই যে, দেবও খুব ভাল কাজ করছে।’

প্রসঙ্গত, এর আগে দেব শুভশ্রী প্রসঙ্গে ‘আম অর্পিতা-অতি সাধারণ’কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘গত ৯ বছরে আমরা একে অপরের সঙ্গে একটাও কথা বলিনি। কাজ তো দূরের কথা। তবে যদি আমাদের মধ্যে আবার কথা হয় তাহলে আমি সত্যিই জানি না আমি কী বলবো। আমরা প্রথমবার একসঙ্গে বসলে ঠিক কী করব আমরা নিজেরাই জানি না। কিছু কথা রয়েছে যা বলা বাকি থেকে গিয়েছে, নাকি কোনও কথা নেই যেটা বলা উচিত নয়, সত্যিই আমার কোনও ধারণা নেই। আমি শুধু এইটুকু জানি ও যেভাবে নিজের পরিবারকে সামলে, নিজের কাজ করে যাচ্ছে তা সত্যিই প্রশংসার যোগ্য। শুধু তাই নয়, নিজেকে যেভাবে ও একটা জায়গায় ধরে রেখেছে, তার জন্য যথেষ্ট পরিশ্রম এবং ডেডিকেশন লাগে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *