‘নতমস্তকে প্রণাম’ কেষ্ট মণ্ডলের পদটাই উধাও

Spread the love

পুরো পদটাই উড়ে গেছে। অর্থাৎ বীরভূমে বর্তমানে তৃণমূলের জেলা সভাপতি পদটাই আর নেই। এবার সবটাই দেখাশোনা করবে কোর কমিটি। আর সেই কমিটির অন্য়তম সদস্য হলেন অনুব্রত মণ্ডল। এই খবরে কার্যত উল্লসিত দলের অন্দরে কেষ্ট বিরোধী বলে পরিচিত দলেরই অপর গোষ্ঠী।

দলের অন্দরে কেষ্ট মণ্ডল বনাম কাজ শেখের লড়াই নতুন কিছু নয়। এতদিন কেষ্ট মণ্ডল ছিলেন দলের জেলা সভাপতি। আর বর্তমানে সেই পদও আর রইল না তাঁর। কী বলছেন কাজল শেখ?

বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বলেন, কোর কমিটির বীরভূম জেলার চেয়ারপার্সন হলেন আশিস বন্দ্যোপাধ্য়ায়। দীর্ঘদিন ধরে ছিলেন তিনি। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ডাক দিয়েছিলেন নেত্রী। ওই সভাতে তিনি বলেছিলেন বীরভূম জেলা পরিচালনা করবে কোর কমিটি। সেটাই হয়েছে। এটা প্রত্যাশিত ছিল আমাদের। নতুন কিছু ঘটনা নয় আমাদের কাছে।কাজল শেখ বলেন, মমতা বন্দ্যোপাধ্য়ায় ও অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে নতমস্তকে প্রণাম জানাই। কারণ তিনি কোর কমিটির উপর ভরসা রেখেছেন। ২১শের নির্বাচন, ২৩এর নির্বাচন, ২৪ এর নির্বাচন বীরভূম জেলা কোর কমিটি পরিচালনা করেছেন সুশৃঙ্খলভাবে পরিচালনা করেছেন। কাটাকাটি রাহাজানি, খুনোখুনি ছাড়াই ২৩ এর, ২৪এর কোর কমিটি দ্বারা পরিচালিত হয়েছে। বিগতদিনের তুলনায় অভাবনীয় ফলাফল হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *