সম্প্রতি চালু হওয়া সমুদ্র তীরবর্তী রিসোর্টে বিদেশি পর্যটক নিষিদ্ধ করেছে উত্তর কোরিয়া। দেশটির কর্তৃপক্ষ এক ঘোষণায় জানিয়েছে, নতুন রিসোর্টে বিদেশি পর্যটক গ্রহণ করা হবে না। শুক্রবার (১৮ জুলাই) বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।ওনসান কালমা কোস্টাল টুরিস্ট জোন নামে সমুদ্র তীরবর্তী রিসোর্টটি গত ১ জুলাই উদ্বোধন করা হয়। পর্যটন খাত চাঙ্গা করতে কিম জং উনের উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ।
উদ্বোধনের আগেই রিসোর্টটিকে স্থানীয় ও বিদেশি পর্যটকের জন্য আকর্ষণ হিসেবে এর ব্যাপক প্রচার করা হয়েছিল। কিন্তু উদ্বোধনের পর দুই সপ্তাহ না যেতেই উত্তর কোরিয়ার পর্যটন ওয়েবসাইটে নোটিশ টানিয়ে জানানো হয়েছে, ‘অনির্দিষ্ট সময়ের জন্য’ বিদেশিদের এখানে প্রবেশ করতে দেয়া হবে না।
গত সপ্তাহে প্রথমবারের মতো রুশ পর্যটক ওনসানের রিসোর্টে গিয়েছিল বলে জানানো হয়েছিল। একই সময় ওই শহরে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ কিমের সঙ্গে দেখা করেন। ল্যাভরভ রিসোর্টটিকে ‘ভাল পর্যটক আকর্ষক’ বলে অভিহিত করেন এবং তিনি আশা প্রকাশ করে বলেন, এটা রুশদের মধ্যে বেশ জনপ্রিয়তা পাবে।
চলতি মাসের শেষ নাগাদ মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে সরাসরি ফ্লাইট চালু করার কথা রয়েছে।
ওনসান শহরটি উত্তর কোরিয়ার পূর্ব উপকূলে অবস্থিত, যেখানে দেশটির ক্ষেপণাস্ত্র সুবিধা ও বড় সামুদ্রিক কমপ্লেক্স রয়েছে। এখানেই কিম তার যুবক অবস্থায় বেশিরভাগ সময় কাটিয়েছেন।
সমুদ্র তীরবর্তী ৪ কিলোমিটার সৈকতরেখার পাশের নতুন রিসোর্টটিতে হোটেল, রেস্তোরাঁ, শপিংমল ও একটি ওয়াটার পার্ক রয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এটি প্রায় ২০ হাজার মানুষ ধারণে সক্ষম।

তবে ২০১৮ সালে রিসোর্টটির নির্মাণকাজ শুরু হওয়ার পর থেকে শ্রমিকদের অনৈতিক শোষণের অভিযোগে মানবাধিকার গোষ্ঠীগুলো প্রতিবাদ বিক্ষোভ করে। তারা জানায়, শ্রমিকদের প্রতিকূল পরিবেশে দীর্ঘ সময় ধরে কাজ করতে বাধ্য করা হয়েছে ও যথোপযুক্ত পারিশ্রমিক দেয়া হয়নি।
দীর্ঘমেয়াদি মহামারীর কারণে পর্যটন বন্ধ থাকার পর গত বছর রুশ পর্যটকদের উত্তর কোরিয়া ভ্রমণের অনুমতি দেয়া হয়। ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের মতো পশ্চিমা দেশগুলোর পর্যটকদের স্বাগত জানাতে শুরু করে পিয়ংইয়ং। তবে কয়েক সপ্তাহের মধ্যে হঠাৎ করেই পর্যটন বন্ধ করে দেয় দেশটি।
এর মধ্যে ওনসান কালমা কোস্টাল টুরিস্ট জোন রিসোর্ট নির্মাণ সম্পন্ন হয়ে যায়। যা গত ২৪ জুন নির্মাণ কাজের সমাপন অনুষ্ঠান করা হয়। রাশিয়ার রাষ্ট্রদূতরা কিম ও তার পরিবারের সঙ্গে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।