নয়া অবতারে অঙ্কুশ-কৌশানি-নুসরত!

Spread the love

অপেক্ষার অবসান হল অবশেষে। রথ যাত্রার দিন থেকেই অল্প অল্প করে ছবির কিছু কিছু লুক প্রকাশ্যে আনছিলেন শিবপ্রসাদ এবং নন্দিতা। অবশেষে ২৩ জুলাই মুক্তি পেল রক্তবীজ ২ ছবির অ্যানাউন্সমেন্ট টিজার। ইতিমধ্যেই ছবিটির টিজার দেখে দর্শকদের মধ্যে ছড়িয়েছে উন্মাদনা।

টিজার প্রসঙ্গে

টিজার শুরু হতেই একটি গম্ভীর গলায় বলতে শুনতে পাওয়া যাচ্ছে, ‘তোরা মুনিরকে মারতে পারবি না। তোরা এক মুনিরকে মারছিস, আরও হাজার মুনির আসবে।’ এরপরেই দেখতে পাওয়া যাচ্ছে, অপরাধীকে ধরার জন্য মাঠে নেমে পড়েছেন পঙ্কজ সিংহ এবং এসপি সংযুক্তা।

টিজার শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই দেখতে পাওয়া গিয়েছে নুসরত জাহান এবং কৌশানী মুখোপাধ্যায়কে। নীল বিকিনিতে উষ্ণতা ছড়াতে দেখা গিয়েছে মিমিকেও। বহু অপেক্ষার পর আবার অনিমেষ চরিত্রে ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে অভিনয় করতে দেখে বেজায় খুশি দর্শকরা।

তবে এই টিজারে বিশেষভাবে নজর কেড়েছেন স্বনামধন্য অভিনেত্রীর সীমা বিশ্বাস। সীমা বিশ্বাসকে দেখে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তিনি হয়তো শেখ হাসিনার চরিত্রের অভিনয় করতে পারেন। তবে এই বিষয় নিয়ে সঠিক তথ্য এখনও সামনে উঠে আসেনি।

তবে সবশেষে মুনিরের মুখ প্রকাশে না আনা হলেও খুব সম্ভবত এই চরিত্র এই অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা। সব মিলিয়ে এই সিনেমাটি যে দুর্দান্ত একটি ছবি হতে চলেছে। সিনেমাটির টিজার মুক্তি পেলেও ছবিটি কবে মুক্তি পাবে বড় পর্দায় সেই ঘোষণা এখনও করেননি পরিচালক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *