পাটনা বিমানবন্দরে ১৪ বছর বয়সি ক্রিকেট সেনসেশন বৈভব সূর্যবংশীর সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাটনা বিমানবন্দরে এক আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকল গোটা দেশ। যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাক্ষাৎ করেন ১৪ বছর বয়সি ক্রিকেট প্রতিভা বৈভব সূর্যবংশী ও তাঁর পরিবারের সঙ্গে। ২০২৫ আইপিএল মরশুমে দুর্দান্ত পারফরম্যান্স করে জাতীয় নজর কেড়েছেন এই কিশোর তারকা।
সামাজিক যোগাযোগমাধ্যম X-এ প্রধানমন্ত্রী কিছু ছবি শেয়ার করে বৈভবের অসাধারণ প্রতিভার প্রশংসা করেছেন। এক্সে লিখেছেন মোদী, ‘পাটনা বিমানবন্দরে বৈভব সূর্যবংশী ও তাঁর পরিবারের সঙ্গে সাক্ষাৎ হল। গোটা দেশ এখন ওর ক্রিকেট প্রতিভার প্রশংসা করছে! ভবিষ্যতের জন্য ওকে অনেক শুভেচ্ছা।’
মাত্র সাত ম্যাচেই করেছেন ২৫২ রান। তবে তাঁর কেরিয়ারের সবচেয়ে আলোড়ন ফেলা ইনিংসটি ছিল গুজরাট টাইটান্সের (GT) বিরুদ্ধে জয়পুরে — যেখানে মাত্র ৩৮ বলে ১০১ রানের ঝড়ো ইনিংস খেলে ইতিহাস গড়েন।
মাত্র ১৪ বছর বয়সে এমন ম্যাচপ্রতাপী ইনিংস খেলে তিনি হয়েছেন পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান। ৩৫ বলে করা এই সেঞ্চুরিটি আইপিএল ইতিহাসের দ্বিতীয় দ্রুততম শতরানও বটে।
বৈভব সূর্যবংশীর ঐতিহাসিক ইনিংসে আরও কিছু রেকর্ড:
টি-টোয়েন্টি ক্রিকেটে সপ্তম দ্রুততম শতরান (সর্বদ্রুত: সাহিল চৌহান, ২৭ বলে)
১৭ বলে অর্ধশতরান – আইপিএলের ইতিহাসে পঞ্চম দ্রুততম ফিফটি, এবং সবচেয়ে কম বয়সে করা ফিফটি
৯৪ রান এসেছে বাউন্ডারির মাধ্যমে – ৭টি চার ও ১১টি ছয়; আইপিএলের শতরানের ইনিংসে সর্বোচ্চ বাউন্ডারি শতাংশ (৯৩%)

এক ইনিংসে ১১টি ছক্কা – মুরলী বিজয়ের সঙ্গে যৌথভাবে ভারতীয় হিসেবে সর্বোচ্চ ছয়ের রেকর্ডে
১৬৬ রানের জুটি – যশস্বী জসওয়ালের সঙ্গে গড়া এই জুটি RR-এর ইতিহাসে যে কোনও উইকেটের জন্য সর্বোচ্চ
মাত্র তিনটি ইনিংসে শতরান – আইপিএলে নিজের প্রথম সেঞ্চুরি করতে পল ভালথাটি ও প্রিয়ংশ আর্যর চেয়ে এক ইনিংস কম নিয়েছেন
এই দুর্দান্ত কীর্তির পরে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ নিঃসন্দেহে বৈভব সূর্যবংশীর স্বপ্নময় উত্থানে আরও একটি স্মরণীয় অধ্যায় যোগ করল।