নরেন্দ্র মোদী যুগ যুগ থাকবেন না, তাঁর নাম থাকবে না: দিলীপ ঘোষ

Spread the love

দিঘায় মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) জগন্নাথ মন্দির তৈরি করা বিজেপির বড় জয়। এমনই দাবি করলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। শুক্রবার সন্ধ্যায় টিভি নাইন বাংলার কার্যনির্বাহী সম্পাদক অমৃতাংশু ভট্টাচার্যকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেন তিনি। তিনি বলেন, মন্দির কে উদ্বোধন করেছেন কেউ মনে রাখবেন না। সবাই ওখানে ভগবানকে দেখতে যাবেন। এমনকী অযোধ্যার রাম মন্দিরেও কোনও এক দিন নরেন্দ্র মোদীর নাম থাকবে না বলে মন্তব্য করেন তিনি।

গত বুধবার দিঘায় জগন্নাথ ধামের উদ্বোধনের দিন সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন সস্ত্রীক দিলীপ ঘোষ। এর পরই শুরু হয় বিতর্ক। দলের অন্দরেই তুমুল সমালোচনার মুখে পড়েন তিনি। সেই সমালোচনার জবাব দিয়ে শুক্রবার সন্ধ্যায় দিলীপবাবু বলেন, ‘সবাই ভেবেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মসজিদ বানাবেন। তিনি তো ওই রাজনীতি করেন। কিন্তু তিনি যে মন্দির বানাবেন এটা কেউ ভাবতে পারেননি। এটা যে আমাদের কত বড় জয়… এটা মহাপ্রভূর কৃপায় হয়েছে।’

সমালোচকদের চ্যালেঞ্জ করে তাঁর মন্তব্য, ‘যে মন্দিরকে কেন্দ্র করে বিজেপির রাজনীতি গড়ে উঠেছে সেই মন্দিরকে বিজেপি বয়কট করতে পারে? ব্যক্তিগত ব্যাপার, রুচি, ইচ্ছা। কেউ গেছে, কেউ যায়নি। আমাকে যদি আমার সভাপতি বলতেন যাবেন না তাহলে আমি যেতাম না। আমি জানি, নৈতিকভাবে বিজেপির কেউ বলতে পারে না মন্দিরে যেও না।

রাম মন্দির উদ্বোধনে যারা যায়নি তাদের আমরা খুব গালাগালি দিয়েছি। কেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায় যায়নি? খুব গালাগালি দিয়েছি। যদি আমাকে গালাগালি দেয়, ভগবানের কাছে নিমন্ত্রণ হয়েছে তুমি যাওনি কেন? ভাই ডবল স্ট্যান্ডার্ড হয় না।’

দিলীপবাবুর যুক্তি, ‘মোদীজি উদ্বোধন করলে মন্দির মমতা করলে মন্দির নয় এ বিচার আমার নয়। কে মন্দিরের উদ্বোধন করেছে চার দিন পরে লোকে ভুলে যাবে। নরেন্দ্র মোদী যুগ যুগ থাকবেন না, তাঁর নাম থাকবে না। যারা ওখানে যাবে তারা সোজা রামকে দেখবেন। এত সুন্দর জিনিস সব ভুলে যাবেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *