নাইজেরিয় পদ খেয়ে অসুস্থ অনির্বাণ

Spread the love

বিদেশে গিয়ে মাংস খেয়ে অসুস্থ হয়ে পড়েন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। পেটের সমস্যা এতটাই গুরুত্বর হয় যে, শেষ পর্যন্ত হাসপাতাল ছুটতে হয় তাঁকে? বর্তমানে কেমন আছেন অভিনেতা?

পরিচালক-অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য আনন্দবাজার ডট কমকে জানান দু’সপ্তাহ আগে নাইজেরিয়ায় গিয়েছিলেন তিনি, একটি বিদেশি ছবির শ্যুটিংয়ের কাজে। নাইজেরিয়ার লাগোস ফিল্মসিটিতে ‘নো নিউজ ওনলি ফ্লেশ’ নামে একটি ছবির শ্যুটিং ছিল। ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন ব্রায়ান গোমস। সেই ছবিতেই একটি ছোট চরিত্রে অভিনয় করছেন অনির্বাণ। ই-মেল মারফত যোগাযোগ হয়, তারপর ছবির কাজের সূত্রেই আফ্রিকা যান অভিনেতা।

কাজের পাশাপাশি সেখানের জনপ্রিয় পদও চেখে দেখেন অনির্বাণ সেই পদের নামও ভারী মজার। পদটির নাম ‘পাপারাজ্জি মিট’। তবে এই পদ খেয়েই পেটের সমস্যা শুরু হয় অভিনেতার। নায়কের কথায়, ‘নাইজেরিয়ায় একদম অন্য ধরনের খাবার পাওয়া যায়। লাগোস ফিল্মটিসিটির মধ্যেই একটি নতুন স্বাদের মাংসের পদ পাওয়া যায়। ওঁরা নাম দিয়েছেন ‘পাপারাজ্জি মিট’। আমায় খেয়ে দেখার অনুরোধ করে।’

তবে প্রথমেই যে অনির্বাণ এই পদ চেখে দেখতে খুব উৎসাহী হয়ে পড়েন তেমনটা নয়। আসলে বাঙালি খাবারেই তিনি বেশি স্বচ্ছন্দ, তা ছাড়া পেটের সমস্যাতেও মাঝে মাঝেই ভোগেন নায়ক। তবে বার বার অনুরোধ আসায়, তিনি না চেখে থাকতে পারেন না।

অনির্বাণের কথায়, ‘কীসের মাংস বুঝতে পারিনি। তখন তো ভালোই লেগেছে। ওখানে যত দিন ছিলাম তত দিন আমার হজমের খুব সমস্যা হয়েছে, এমনও নয়। দিন সাতেক আগে বাড়িতে ফিরেই মারাত্মক পেটের সমস্যা দেখা দিল। যা খাচ্ছি বদ হজম হয়ে যাচ্ছে।’

তারপরই সরকারি হাসপাতালে যান অভিনেতা, চিকিৎসকের পরামর্শ নেন। চিকিৎসক শুনে জানান, সম্ভবত বিদেশি এই খাবার সহ্য হয়নি। নায়কে পরীক্ষা করে চিকিৎসক কিছু ওষুধও দিয়েছেন। বর্তমানে অভিনেতাকে চিকিৎসকের পরামর্শ মেনেই কিছুদিন চলতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *