নাইট ক্লাবের সামনে হামলা! নিহত ৪

Spread the love

যুক্তরাষ্ট্রের শিকাগোতে নাইট ক্লাবের সামনে বন্দুকধারীর গুলিতে কমপক্ষে চারজন নিহত ও ১৪ জন আহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (২ জুলাই) রাত ১১টার দিকে শিকাগোর রিভার নর্থ এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশের বরাত দিয় এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, ওয়েস্ট শিকাগো অ্যাভিনিউয়ের ৩০০ ব্লকের রিভার নর্থ এলাকায় আর্টিস লাউঞ্জ নাইট ক্লাবের বাইরে একটি গাড়ির ভেতর থেকে একজন বন্দুকধারী বাইরে দাঁড়িয়ে থাকা মানুষের ওপর গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে।

আর্টিস লাউঞ্জে সেসময় র‌্যাপার মেলো বাকজের অ্যালবাম রিলিজের অনুষ্ঠান চলছিল। তার মধ্যেই ক্লাবটি থেকে বের হওয়া লোকজনকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলির পর গাড়িটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এসময় কাউকে আটক করা যায়নি বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ আরও জানায়, নিহতদের মধ্যে দুজন পুরুষ এবং দুজন নারী। তাদের বয়স ২০ ও ৩০ বছরের মধ্যে। আহত ১৪ জনের মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে গুলির ঘটনায় আর বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। শিকাগোর অপরাধ বিভাগের তথ্য অনুসারে, গত ২৯ জুন পর্যন্ত শহরটিতে খুনের ঘটনা ৩২ শতাংশ এবং গুলিবর্ষণের ঘটনা ৩৯ শতাংশ কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *