সৌদি আরবের জনগণকে জিলহজ্ব মাসের চাঁদ দেখার আহ্বান জানানো হয়েছে। রোববার (২৫ মে) দেশটির সুপ্রিম কোর্ট মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখার জন্য সৌদি আরবের সকল মুসলিম নাগরিকদের আহ্বান জানিয়েছে।এই চাঁদ দেখা থেকেই নির্ধারিত হবে কবে শুরু হবে পবিত্র জিলহজ মাস, যার মধ্যে পালিত হয় হজ ও ঈদুল আজহা।
এক বিবৃতিতে সৌদি সুপ্রিম কোর্ট জানায়, যারা চাঁদের দেখা পাবেন-চোখে কিংবা দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে-তাদের নিকটস্থ আদালতে গিয়ে সাক্ষ্য প্রদান করতে অনুরোধ করা হয়েছে।
এছাড়াও দেশজুড়ে গঠিত সরকারি চাঁদ দেখা কমিটিগুলোতে অংশগ্রহণের জন্যও জনগণকে উৎসাহিত করা হয়েছে, যেন এই গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রক্রিয়ায় যথাযথভাবে সহায়তা করা যায়।
হজ যাত্রা প্রতিবছর জিলহজ মাসের ৮ তারিখ থেকে শুরু হয়ে ১৩ তারিখ পর্যন্ত চলে। সৌদি আরবের ক্যালেন্ডার অনুযায়ী, এ বছর হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ ৪ জুন থেকে ৯ জুন পর্যন্ত।
তবে যদি ২৭ মে সন্ধ্যায় চাঁদ দেখা না যায়, তাহলে জিলকদ মাস ৩০ দিনে পূর্ণ হবে এবং জিলহজ মাস শুরু হবে বৃহস্পতিবার, ২৯ মে থেকে।

ফলে ঈদুল আজহার তারিখ একদিন পিছিয়ে যাবে এবং তা পালিত হবে শনিবার, ৭ জুন। একইসঙ্গে হজের দিন তারিখও একদিন পিছিয়ে যাবে।
চূড়ান্ত সিদ্ধান্ত এবং আনুষ্ঠানিক ঘোষণা চাঁদ দেখার ওপর নির্ভর করবে এবং তা জিলকদ মাসের শেষ দিকে সৌদি আরবের কর্তৃপক্ষ জানাবে।