নারী পাইলটকে আটকের দাবি ইরানের

Spread the love

ইসরাইলের দুটি এফ-৩৫ যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করার বিষয়টি নিশ্চিত করেছে ইরান। শনিবার ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেন। এছাড়া এক নারী পাইলটকে আটক করা হয়েছে বলেও জানানো হয়।ইরানের সেনাবাহিনী জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দুটি ইসরাইলি এফ-৩৫ যুদ্ধবিমানকে আঘাত করেছে।

সেনাবাহিনীর জনসংযোগ বিভাগের বরাত দিয়ে, আইআরএনএ বার্তা সংস্থা জানায়, ইরানের পশ্চিমে ইসরাইলের ওই যুদ্ধবিমান ভূপাতিত করা হয়। 

এ ঘটনায় পাইলট জেট থেকে বেরিয়ে আসার পর তাকে আটক করা হয়।   


তবে, ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র আভিচায় আদ্রাই এ ঘটনাকে অস্বীকার করেছেন। একে ইরানি গণমাধ্যমের ভুয়া খবর বলে অভিহিত করেন আভিচায়।  

শুক্রবার ইরান জুড়ে ২০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরাইল। এরপর পাল্টা হামলা শুরু করে তেহরান। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *