নিখোঁজ ও গুম হওয়াদের অনুসন্ধানে জাতীয় কমিশন গঠন

Spread the love

সিরিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের আমলে নিখোঁজ ও গুম হওয়া ব্যক্তিদের অনুসন্ধানে একটি জাতীয় কমিশন গঠনের ঘোষণা দেয়া হয়েছে। আসাদ সরকারের ক্ষমতাচ্যুতির পাঁচ মাসেরও বেশি সময় পর শনিবার (১৭ মে) এ বিষয়ে একটি আদেশ জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট আহমেদ আল-শারা (মোহাম্মদ আল জোলানি)।

২০০০ সালে বাবা হাফিজ আল-আসাদের মৃত্যুর পর সিরিয়ার ক্ষমতায় অধিষ্ঠিত হন বাশার আল-আসাদ। গত দশকের শুরুর দিকে মধ্যপ্রাচ্যে আরব বসন্ত শুরু হলে তার ঢেউ এসে লাগে সিরিয়াতেও। ২০১১ সালে দেশটিতে শুরু হয় বাশার আল-আসাদবিরোধী বিক্ষোভ। সেই বিক্ষোভ দমনে সহিংস উপায় বেছে নেন বাশার।

শুরু হয় গৃহযুদ্ধ। সেই সময় হাজার হাজার মানুষ বন্দি এবং অনেকেই নিখোঁজ ও গুমের শিকার হন। তবে আরব বসন্তের ১৩ বছরের মাথায় আহমেদ আল-শারার নেতৃত্বাধীন হায়াত তাহরির আল-শামসহ আরও কয়েকটি বিদ্রোহী গোষ্ঠীর আকস্মিক অভিযানের মুখে ২০২৪ সালের ডিসেম্বরে আসাদের পতন ঘটে এবং তিনি রাশিয়ায় পালিয়ে যান। 

আসাদের পতনের মধ্যদিয়ে সিরিয়ায় আসাদ পরিবারের ৫৩ বছরের শাসনের অবসান ঘটে। এরপর আহমেদ আল-শারাকে প্রেসিডেন্ট করে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয় যা দেশটির শাসন ব্যবস্থায় নানা সংস্কার অব্যাহত রেখেছে। 

এরই ধারাবাহিকতায় শনিবার প্রেসিডেন্টের জারি করা এক আদেশে আসাদের আমলে নিখোঁজ ব্যক্তিদের জন্য একটি স্বাধীন জাতীয় কমিশন গঠনের ঘোষণা দেয়া হয়। 

এই কমিশনের দায়িত্ব বা কাজ হবে নিখোঁজ ও জোরপূর্বক গুম হওয়া ব্যক্তিদের খুঁজে বের করা বা তাদের ভাগ্যে কি ঘটেচে তা উন্মোচন করা, মামলা নথিভুক্ত করা, একটি জাতীয় তথ্যভাণ্ডার প্রতিষ্ঠা করা এবং তাদের পরিবারকে আইনি ও মানবিক সহায়তা প্রদান করা।

প্রেসিডেন্ট শারা স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, জাতীয় কমিশনের আর্থিক ও প্রশাসনিক স্বাধীনতা থাকবে এবং সিরিয়ার সমগ্র ভূখণ্ডের ওপর তাদের কর্তৃত্ব থাকবে। কমিশনের নেতৃত্বে থাকবেন মোহাম্মদ রেজা জলখি। তাকে গত মার্চের শুরুতে দেশের শাসন ব্যবস্থা সংস্কারের জন্য একটি সাংবিধানিক ঘোষণাপত্রের খসড়া তৈরিতে সহায়তা করার জন্য নিযুক্ত করা হয়।

গত মার্চ মাসে পাঁচ বছরের অন্তর্বর্তীকালীন সময়ের জন্য একটি সাংবিধানিক ঘোষণাপত্রে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট শারা। এতে বলা হয়, এই সময়ের মধ্যে একটি ‘অন্তর্বর্তীকালীন বিচার কমিশন’ গঠন করা হবে যা ‘জবাবদিহিতার উপায় নির্ধারণ করবে, তথ্য প্রতিষ্ঠা করবে এবং পূর্ববর্তী সরকারের অপকর্মের শিকার এবং বেঁচে যাওয়া ব্যক্তিদের ন্যায়বিচার প্রদান করবে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *