দুর্নীতির অভিযোগে সিবিআইয়ের হাতে সন্দীপ ঘোষের(Sandip Ghosh) গ্রেফতারি নিয়ে তোলপাড়ের মধ্যেই নিজাম প্যালেসে আগুন। মঙ্গলবার সকাল ১০টা নাগাদ নিজাম প্যালেসের কর্মী আবাসনের ৬ তলায় আগুন লাগে বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৩টি ইঞ্জিন। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। সোমবার রাতে গ্রেফতারির পর এখনও নিজ়াম প্যালেসেই রাখা হয়েছে আরজি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষসহ আরও ৩ অভিযুক্তকে। কলকাতায় সিবিআইয়ের সদর দফতর এই নিজ়াম প্যালেস।
জানা গিয়েধে, এদিন সকাল ১০টা নাগাদ নিজাম প্যালেসের কর্মী আবাসনের ৬ তলার ১টি ঘর থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। সেখানে একটি টিভিতে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে জানা গিয়েছে। আগুন ছড়িয়ে পড়ে পাশা রাখা কাপড়ের স্তূপে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছন CPWDর কর্মীরা। তাঁরাই আগুন নিভিয়ে ফেলেন। এর পর সেখানে পৌঁছয় দমকল। তারাও আগুন নেভানোয় হাত লাগায়। এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।