নিজেকে অনুষ্কার বোন বলে দাবি করতেই বিপাকে ডিজিটাল ক্রিয়েটর

Spread the love

ইনস্টাগ্রামে একটি নতুন ট্রেন্ড শুরু হয়েছে যেখানে লোকেরা তাদের বিখ্যাত আত্মীয়দের সম্পর্কে বলছে। এই ট্রেন্ডের নাম হল holyfknairball. এই ট্রেন্ডে অনেক লোক দাবি করছে যে বলিউডের বিখ্যাত সেলিব্রিটিরা তাদের আত্মীয়। এবা্র অনুষ্কা শর্মার এক ‘আত্মীয়’ দৃষ্টি আকর্ষণ করেছেন সকলের। আসলে তনু শর্মা নামের এক ডিজিটাল ক্রিয়েটর দাবি করেছেন যে তিনি অনুষ্কার পরিবারের লোক। যদিও অনেকেই মনে করছেন এটা ফলোয়ার বাড়ানোর একটি কৌশল মাত্র।

তনু শর্মা নামের ডিজিটাল ক্রিয়েটর সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করেছেন, যেখানে তিনি নিজের ছবি লাগিয়ে লিখেছেন, ‘আমি অভিনেতাদের পরিবারের লোক।’ আমি অনুষ্কার বোন। তনুর মুখে এই কথা শোনার পরেই কমেন্ট বক্স জুড়ে দেখা গিয়েছে বিভিন্ন মজার কমেন্ট।

একজন লিখেছেন, ‘আপনার পরিবারে কি কোনো সাইড অ্যাক্টর আছে?’ এর উত্তরে তিনি অনুষ্কা শর্মার ছবি লাগিয়েছেন। সাথে ট্রেন্ড #holyfknairball এর নাম লিখেছেন। অনুষ্কার ছবি দিতেই সকলে বিরাটের ফোন নম্বর চাইতে শুরু করেন।

একজন লেখেন, ‘আমাকে বিরাট ভাইয়ের নম্বর দাও।’ আরেকজন লেখেন, বিরাট আমারও জামাইবাবু। অন্যজন লেখেন, শুধু পদবী এক হলেই আত্মীয় হয়ে যায়? একজন লিখেছেন, আপনি অনুষ্কাকে অনুসরণও করছেন না। তাহলে? একজন লিখেছেন, তাহলে আপনিও রোহিত শর্মার আত্মীয়? তাই না?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *