নিতারার ছবি তোলার চেষ্টা পাপারাৎজির

Spread the love

মঙ্গলবার পারিবারিক ছুটি কাটাতে, মুম্বাই বিমানবন্দর থেকে বিমান ধরতে দেখা যায় অক্ষয় কুমার, টুইঙ্কল খান্না এবং নিতারাকে। ইতিমধ্যেই অক্ষয়ের গোটা পরিবারের বেশ কিছু ছবি এবং ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তবে এই ভিডিয়োর মাধ্যমেই উঠে এসেছে এমন একটি ব্যাপার, যা দেখে রীতিমত হকচকিয়ে গিয়েছেন সকলে।

ভিডিয়োয় দেখা যাচ্ছে, অক্ষয় একটি বড় কালো গাড়ি থেকে নেমে আসছেন, পেছনে রয়েছেন টুইঙ্কল এবং নিতারা। বাড়ি থেকে নেমে অক্ষয় এবং টুইঙ্কল যখন ছবিশিকারীদের সামনে পোজ দিচ্ছিলেন, সেই সময় একপাশে দাঁড়িয়ে ছিলেন নিতারা।

ক্যামেরার সামনে দাঁড়িয়ে ছবি তুলতে তুলতেই অক্ষয় খেয়াল করেন যে এক ছবিশিকারি নিতারার ছবি তোলার জন্য তাঁকে অনুসরণ করেছেন। ব্যাপারটা দেখেই অক্ষয় এগিয়ে যান এবং ওই ব্যক্তির ঘাড় ধরে তাকে আলতো করে টেনে সরিয়ে দেন। ব্যাপারটি দেখে পাশে দাঁড়িয়ে থাকা টুইঙ্কল হেসে ফেলেন, অক্ষয়ও হেসে ফেলেন গোটা ব্যাপারটিতে।

তবে এইভাবে ছবি তোলা একেবারেই উচিত হয়নি বুঝতে পেরে অক্ষয়ের থেকে ক্ষমা চেয়ে নেন ওই ব্যক্তি। এরপরেই টুইঙ্কল নিজের মেয়ের হাত ধরে সামনে এগিয়ে যান এবং অক্ষয় ভক্তদের সঙ্গে সেলফি তোলেন। ব্যাপারটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই অক্ষয়ের নিজের মেয়েকে আগলে রাখার প্রবণতাকে প্রশংসা করেছেন সকলে।

প্রসঙ্গত, সম্প্রতি ‘কানাপ্পা’ ছবিতে শিবের চরিত্রে অভিনয় করতে দেখা দিয়েছে অক্ষয় কুমারকে। এই সিনেমায় আরও অভিনয় করেছেন প্রভাস, মোহন বাবু, কাজল আগারওয়াল এবং প্রীতি মুকুন্দন।

‘কানাপ্পা’ ছাড়াও আগামী দিনে ‘ভূত বাংলা’ ছবিতে দেখা যাবে অক্ষয় কুমারকে। অন্যদিকে ‘হেরাফেরি থ্রি’ ছবিটি আপাতত জটিলতায় আটকে রয়েছে, জটিলতা কাটলেই ফের শুরু হবে অক্ষয় অভিনীত ‘হেরাফেরি থ্রি’ ছবির শ্যুটিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *