নূর আহমেদের ঘূর্ণিতে দিশেহারা নাইট রাইডার্স

Spread the love

রবিবার সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের কাছে হারলেও তবু কিছুটা লড়াই ফিরিয়ে দেয় লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স। তবে সোমবার টেক্সাস সুপার কিংসের কাছে রীতিমতো আত্মসমর্পণ করেন সুনীল নারিন, আন্দ্রে রাসেলরা। অর্থাৎ, চলতি মেজর লিগ ক্রিকেটে নিজেদের প্রথম ২টি ম্যাচেই হারের মুখ দেখতে হয় নাইট রাইডার্সকে।

সোমবার সুপার কিংসের বিরুদ্ধে টস জিতে শুরুতে ফিল্ডিং করতে নামে নাইট রাইডার্স। টেক্সাস প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৮১ রান তোলে। ডেভন কনওয়ে ২২ বলে ৩৪ রান করেন। মারেন ৪টি চার ও ১টি ছক্কা। ফ্যাফ ডু’প্লেসি ১০ বলে ৮ রান করেন। তিনি ১টি ছক্কা মারেন।

৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২২ বলে ৩১ রান করেন সাইতেজা মুকামালা। ৩৩ বলে ৩৬ রান করে অপরাজিত থাকেন ডারিল মিচেল। তিনি ২টি চার ও ১টি ছক্কা মারেন। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৯ বলে ২৪ রান করেন শুভম রঞ্জনে। ১৬ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন ডোনোভন ফেরেইরা। তিনি ২টি চার ও ২টি ছক্কা হাঁকান।

নাইট রাইডার্সের হয়ে ৪ ওভারে ৩২ রান খরচ করে ২টি উইকেট দখল করেন তনভীর সাঙ্গা। ১টি উইকেট নিলেও ৪ ওভারে ৫৩ রান খরচ করেন আন্দ্রে রাসেল। সুনীল নারিন উইকেট না পেলেও ৪ ওভারে ২৬ রান খরচ করেন।পালটা ব্যাট করতে নেমে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স ১৭.১ ওভারে মাত্র ১২৪ রানে অল-আউট হয়ে যায়। অর্থাৎ, ৫৭ রানের বড় ব্যবধানে পরাজিত হন সুনীল নারিনরা। অ্যালেক্স হেলস ১৭ বলে ২৫ রান করেন। মারেন ১টি চার ও ৩টি ছক্কা। ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৩ বলে ২২ রান করেন উন্মুক্ত চাঁদ।

আন্দ্রে রাসেল ৫ বলে ১ রান করে আউট হন। খাতা খুলতে পারেননি ক্যাপ্টেন সুনীল নারিন। টেক্সাস সুপার কিংসের হয়ে ৪ ওভারে ২৫ রান খরচ করে একাই ৪টি উইকেট তুলে নেন নূর আহমেদ। ৩.১ ওভারে মাত্র ৮ রান খরচ করে ২টি উইকেট সংগ্রহ করেন অ্যাডাম মিলনে। ডারিল মিচেল পকেটে পোরেন ১টি উইকেট। দুর্দান্ত বোলিংয়ের সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন সুপার কিংসের নূর আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *