নেই কাজ, বন্ধ শ্যুটিং! তাও হাল ছাড়তে নারাজ অনির্বাণ

Spread the love

ফেডারেশন এবং গিল্ডের দ্বন্দ্বের মধ্যে সমস্যায় পড়েছেন অনির্বাণ ভট্টাচার্য। গত সোমবার অর্থাৎ ৩০ জুন যোগেশ মাইমে অনির্বাণের মিউজিক অ্যালবামের শ্যুটিং হওয়ার কথা ছিল, কিন্তু তিনি যথা সময়ে পৌঁছে গেলেও সেটাই হাজির ছিলেন না কলাকুশলীরা। তবে প্রথমবার নয়, এই নিয়ে দ্বিতীয়বার ঘটল এমন ঘটনা। খুব স্বাভাবিকভাবেই এই অসহযোগিতায় ক্ষুব্ধ হন অভিনেতা তথা পরিচালক অনির্বাণ।

টেকনিশিয়ানদের অসহযোগিতা নিয়ে কথা বলতে গিয়ে সম্প্রতি অনির্বাণ জানিয়েছিলেন, শুধু পরিচালক হিসেবে নয়, বরং একজন অভিনেতা হিসেবেও তিনি অসহযোগিতার শিকার হয়েছেন। ‘রঘু ডাকাত’ ছবিতে অভিনয় করার পর এই মুহূর্তে তাঁর কাছে আর কোনও অভিনয়ের কাজ আসেনি। আগামী দিনেও তেমন কোনও কাজের কথাও হয়নি।

অনির্বাণ আরও জানিয়েছিলেন, এইভাবে যদি আরও কিছুদিন কেটে যায় তাহলে বুঝবেন যে অভিনয়ও হয়তো বন্ধ হয়ে যাবে তাঁর। তবে এই ব্যাপারে যখন অভিনেতাকে প্রশ্ন করা হয় যে তাঁকে সাইডলাইন করছে কিনা, তার উত্তরেও সহমত পোষণ করেন তিনি। এবার আসে আসল প্রসঙ্গ। বাংলায় এইভাবে তাঁকে কোণঠাসা করা হচ্ছে, তাহলে কি এবার মুম্বইয়ে পাড়ি দেবেন তিনি?

মুম্বইয়ে কাজ খোঁজার প্রসঙ্গে উঠলে অনির্বাণ বলেন, ‘একেবারেই নয়। আমি আর যেটুকু ভালোবাসা পেয়েছি এই বাংলার মানুষের থেকেই পেয়েছি। আমি অবশ্যই লড়াই করব। এত সহজে আমি হার মানবো না। এত সহজে হেরে যাওয়ার পাত্র আমি নই।’

স্বাধীনতা সংগ্রামের কথা তুলে এনে অভিনেতা বলেন, ‘কোনও যুদ্ধ দুই মাস বা তিন মাসে শেষ হয়ে যায় না। আপনি যদি স্বাধীনতা সংগ্রামের কথা চিন্তা ভাবনা করেন তাহলে বুঝবেন কতদিন লড়াই করতে হয়েছিল স্বাধীনতা পাওয়ার জন্য। আমার দাবি যদি ন্যায্য থাকে তাহলে অবশ্যই আমি লড়াই করব আর যতদিন লড়াই করতে হয় ততদিনই করব।’

প্রসঙ্গত, গত ১ মে ফেডারেশনের মেগা মিটিং হওয়ার পর শুনতে পাওয়া গিয়েছিল, পরমব্রত চট্টোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্য সহ বেশ কয়েকজন পরিচালকের সঙ্গে অসহযোগিতার দাবি উঠেছিল টেকনিশিয়ানদের পক্ষ থেকে। সেই আশঙ্কা সত্যি করেই ১৪ মে অনির্বাণ ভট্টাচার্যের বাংলা ব্যান্ড হুলিগানিজম – এর তৃতীয় গানের শুটিং বন্ধ করে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *