পরনে শার্ট, চুলে বাঁধা খোপা ছবির মাঝে থাকা মেয়েটিকে চিনতে পারছেন? 

Spread the love

পরনে শার্ট, গলায় টাই, চুলে বাঁধা খোপা, কানে দুল ছবির মাঝে থাকা মেয়েটিকে চিনতে পারছেন? ইনি কিন্তু এখন ছোটপর্দার জনপ্রিয় একজন নায়িকা। তাঁর ঝুলিতে রয়েছে একাধিক হিট হিট সব ধারাবাহিক। বর্তমানে যে মেগায় রয়েছেন নায়িকা, সেই মেগার নায়কের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জনও শোনা যাচ্ছে।

হ্যাঁ একেবারেই ঠিক আন্দাজ করেছেন ইনি হলেন ছোট পর্দার জনপ্রিয় নায়িকা ‘কথা’ থুড়ি সুস্মিতা দে। ‘কথা’ ধারাবাহিকে বর্তমানে নায়িকাকে নাম ভূমিকায় দেখা যাচ্ছে। এর আগেও নায়িকা ‘পঞ্চমী’, ‘বউমা এক ঘর’, ‘অপরাজিতা অপু’-সহ একাধিক মেগায় কাজ করেছেন।

তবে ‘কথা’ ধারাবাহিক নায়িকার জনপ্রিয়তা কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। তাছাড়াও দর্শকরা ‘কথা-অগ্নি’র জুটিকে দেখতে খুব পছন্দ করেন। এমনকী বাস্তবেও সুস্মিতা দে ও সাহেব ভট্টাচার্যকে নিয়ে প্রেমের গুঞ্জন শোনা যায়। যদিও তাঁরা একে অপরের ভালো বন্ধু বলেই দাবি করেন।প্রসঙ্গত, ২০২৪ সালে সুস্মিতা দে-র প্রেম ভাঙার খবর প্রকাশ্যে এসেছিল। শুধু প্রেম বললে ভুল হবে, অনির্বাণ রায়ের সঙ্গে রীতিমতো বাগদান হয়ে গিয়েছিল সুস্মিতার। এখানেই শেষ নয়, দু’জনে একসঙ্গে থাকবেন বলে, একটি ফ্ল্যাটও কিনেছিলেন।

বন্ধু অনির্বাণ রায়ের সঙ্গে সুস্মিতার সম্পর্ক ছিল বহুদিনের। বিজ্ঞাপন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত অনির্বাণ। সেই সূত্রেই আলাপ সুস্মিতার সঙ্গে। তাঁর ফটোশ্যুটেও বহুবার মডেল হয়ে ধরা দিয়েছিলেন সুস্মিতা। প্রায়দিনই অনির্বাণের সঙ্গে ভালোবাসা মাখা পোস্ট শেয়ার করতে দেখা যেত সুস্মিতাকে। তাঁদের সম্পর্কের বয়স ছিল প্রায় ৫ বছর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *