পরমাণু যুদ্ধ হবে এশিয়ায়? ইঙ্গিত ইজরায়েলের

Spread the love

ইরানের সুপ্রিম নেতা আয়াতোল্লা আলি খামেনেইকে হত্যার ইঙ্গিত দিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহু। সোমবার মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের সাক্ষাৎকারে তাঁর থেকে জানতে চাওয়া হয়, খামেনেইকে হত্যা করার নাকি পরিকল্পনা করেছিল ইজরায়েল। কিন্তু ইরান ও ইজরায়েলের সংঘাত আরও বেড়ে যাওয়ার আশঙ্কায় সেই প্রস্তাব খারিজ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সেই প্রশ্নের প্রেক্ষিতে ইজরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, ‘এটার জেরে (খামেনেইকে হত্যা করা হলে) সংঘাত আরও বাড়বে না। বরং তাতে সংঘাতে ইতি পড়ে যাবে।’ সেইসঙ্গে তিনি বলেন, ‘ইরান চিরকালের মতো যুদ্ধ চালিয়ে যেতে যায়। আর ওরা আমাদের পরমাণু যুদ্ধের দোরগোড়ায় নিয়ে আসছে। আসলে ইজরায়েল সেটা আটকাচ্ছে। আগ্রাসনে ইতি টানছে। অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মাধ্যমেই আমরা স্রেফ সেই কাজটা করতে পারি।’ 

আর পরমাণু যুদ্ধে হলে যে ইরান ধ্বংস হয়ে যাবে, সেই হুঁশিয়ারিও দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। তিনি দাবি করেছেন, ইরানে ইজরায়েল যে একের পর এক হামলা চালিয়েছে, তার জেরে তেহরানের পরমাণু কর্মসূচি বহু যুগ পিছিয়ে গিয়েছে। সেইসঙ্গে তিনি জানিয়েছেন, ইরানের সরকার উলটে দেওয়ার কোনও বাসনা নেই ইজরায়েলের। কিন্তু ইজরায়েলের হামলার পরে ইরানের সরকার পড়ে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ ইরানের সরকার মারাত্মক দুর্বল হয়ে গিয়েছে।ইরান আবার দাবি করেছে যে ইজরায়েলের ইতিহাসে ভয়ংকরতম মিসাইল হামলার পরিকল্পনা করছে তেহরান। আসলে আজ তেহরানে সরকারি টেলিভিশনের স্টুডিয়োয় যখন লাইভ সম্প্রচার চলছিল, সেইসময় হামলা চালায় ইজরায়েল। প্রাণভয়ে ছুটতে দেখা যায় সঞ্চালিকাকে। তারপরই ইরানের সরকার নিয়ন্ত্রিত সংবাদমাধ্যমের তরফে জানানো হয়, বদলার হুঁশিয়ারি দিয়েছে তেহরান।

তারইমধ্যে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন, ইজরায়েলের সঙ্গে সংঘাত কমিয়ে আলোচনার টেবিলে বসতে চায় ইরান। ট্রাম্পের কথায়, ‘হ্যাঁ, ওরা (ইরান) কথা বলতে চায়। কিন্তু ওদের আগেই সেই কাজটা করা উচিত।’ সেইসঙ্গে তিনি দাবি করেছেন, ‘দু’পক্ষের জন্যই বিষয়টি যন্ত্রণাদায়ক। কিন্তু আমি বলব যে এই যুদ্ধটা জিতবে না ইরান।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *