‘পরম সুন্দরী’ টিজার দেখে হতাশ দর্শক

Spread the love

গত সপ্তাহে রাজকুমার রাও এবং ওয়ামিকা গাব্বি অভিনীত ‘ভুল চুক মাফ’ সিনেমা চলাকালীন সিনেমা হলে আচমকাই দেখানো হয়েছিল ‘পরম সুন্দরী’ ছবির টিজার। সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছিল তারই একটি ঝলক। প্রাথমিকভাবে ছবির ট্রেলার দেখে সিদ্ধার্থ এবং জাহ্নবীর কেমিস্ট্রির প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন দর্শকরা।

এবার আনুষ্ঠানিকভাবে মুক্তি পেলেও ‘পরম সুন্দরী ছবির’ ৫৬ সেকেন্ডের টিজার। টিজারের প্রথমেই দেখা যায় সিদ্ধার্থের পেশিবহুল চেহারা, অভিনেত্রীর স্নিগ্ধ লুক, সঙ্গে কেরলের প্রাকৃতিক সৌন্দর্য। টিজার দেখেই বোঝা যাচ্ছে দক্ষিণ ভারতীয় প্রেক্ষাপটে তৈরি গল্প বলা হবে এই ছবিতে।

তবে ছবির টিজার দেখে ইতিমধ্যেই সিনেমাটির গল্পের ভবিষ্যৎবাণী করে ফেলেছেন অনেকে। কেউ কেউ বলছেন, টিজার দেখেই বোঝা যাচ্ছে ছবির গল্প কি হতে পারে। একটি ছেলে কেরালায় ভ্রমণ করতে যায় আর সেখানে একটি মেয়েকে তার ভালো লেগে যায়। এভাবেই শুরু হয় গল্প।কেউ কেউ আবার পরম সুন্দরী ছবির সঙ্গে ‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমার প্রচুর মিল খুঁজে পেয়েছেন। দুটি সিনেমার কথা উল্লেখ করে একজন লিখেছেন, এই সিনেমাটি দেখেই যেন মনে হচ্ছে এটি Gen Z চেন্নাই এক্সপ্রেস। অন্য একজন মন্তব্য করে লিখেছেন, আমরা কিন্তু চেন্নাই এক্সপ্রেস দেখেছি, এটা কি দেখার দরকার আছে?

অনেকে আবার অভিনেতা-অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলেছেন, দুজনকেই ভীষণ সুন্দর দেখতে লাগছে। আশা করি গল্পটি ভালো হবে। একজন লিখেছেন, দয়া করে অন্য সিনেমার গল্প দেখাবেন না। ভালো রোমান্টিক কমিক গল্পের জন্য দুর্দান্ত অভিনয় স্কিল প্রয়োজন হয় না। তবে দুজনকেই ভীষণ সুন্দর লাগছে।

প্রসঙ্গত, আগামী ২৫ জুলাই বড় পর্দায় মুক্তি পাবে ‘পরম সুন্দরী’। সিনেমায় জাহ্নবী ও সিদ্ধার্থের কেমিস্ট্রি দেখার জন্য আপাতত অপেক্ষা করে রয়েছেন দর্শকরা। এই সিনেমাটি যদি উল্লেখযোগ্য ভাবে বক্স অফিসে ব্যবসা করতে পারে তাহলে দুজনের জন্যই তা লাভজনক হবে বলে মনে করছেন দর্শকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *