পরশুরাম কি হতে পারলবেঙ্গল টপার? ফুলকি-জগদ্ধাত্রী কত নম্বরে

Spread the love

চলে এল চলতি সপ্তাহের টিআরপি তালিকা। চলুন একনজরে দেখে নেওয়া যাক যে, কেমন ফল করল বাংলা সিরিয়ালগুলি। এবারেও ধরা ছোঁয়ার বাইরে পরশুরাম। ৭.৪ রেটিং পেয়ে টিআরপি টপার। আর রীতিমতো খাবি খাচ্ছে পরিণীতা। সোজা নেমে এল পাঁচ নম্বরে, রেটিং মাত্র ৬.৪। দ্বিতীয় স্থানে জি বাংলার মেগা ফুলকি। রেটিং মাত্র ৬.৯। আর তৃতীয়স্থানে যৌথভাবে জগদ্ধাত্রী ও চিরসখা। পেল ৬.৬ রেটিং।

জগদ্ধাত্রীতে নতুন মোড় এসেছে। এতদিন পঙ্গু দেখানো হয়েছিল জগদ্ধাত্রীকে। তবে এবারে সে সেড়ে উঠেছে। মেয়ে দুর্গার মুখোমুখি। অর্থাৎ মা-মেয়ে দ্বৈত চরিত্রে অঙ্কিতা। ফল আশা রাখা যাচ্ছে যে, পরের কয়েকসপ্তাহ টিআরপি বেশ ভালোই থাকবে। সঙ্গে চিরসখা-র কথা না বললেও নয়, ধীরে ধীরে সেরা তিনে এই মেগা জায়গা করে নিয়েছে। লীনার লেখনি ফের একবার সুপার হিট। সম্পর্কের জটিলতা, না বলা ভালোবাসা, দাম্পত্যে ধোঁকা, সমস্ত নিয়েই জমজমাট।

গত সপ্তাহের মতো এবারেও স্লট দখলে রাখল রাজরাজেশ্বরী রাণি ভবানী (রেটিং ৬.৫)। উলটো দিকে জি বাংলায় থাকা দাদামণি অষ্টম স্থানে। পেয়েছে মাত্র ৫.৪ রেটিং। ছয় নম্বরে উঠে এসেছে চিরদিনই তুমি যে আমার মেগা।

দেখে নিন টিআরপি-র সেরা দশ তালিকা-

প্রথম: পরশুরাম (৭.৪)

দ্বিতীয়: ফুলকি (৬.৯)

তৃতীয়: জগদ্ধাত্রী, চিরসখা (৬.৬)

চতুর্থ: রাজরাজেশ্বরী রাণি ভবানী (৬.৫)

পঞ্চম: রাঙামতি তীরন্দাজ, পরিণীতা (৬.৪)

ষষ্ঠ: চিরদিনই তুমি যে আমার (৫.৭)

সপ্তম: অনুরাগের ছোঁয়া+গৃহপ্রবেশ(15 min) (৫.৫)

অষ্টম: আমাদের দাদামণি (৫.৪)

নবম: কথা (৫.৩)

দশম: কোন গোপনে মন ভেসেছে (৪.৪)

এদিকে খবর মিলছে যে নতুন শুরু হওয়া বুলেট সরোজিনী শেষ হচ্ছে। মাত্র তিন মাসেই শেষ হচ্ছে এই মেগা। ৩০ জুলাই খুব সম্ভবত শেষ সম্প্রচার। সেই জায়গায় আসবে গীতা এলএলবি। আর গীতা-র জায়গা নেবে নতুন মেগা লক্ষ্মী ঝাঁপি। নতুন একগুচ্ছ ধারাবাহিকের ঝাঁপি খুলে বসেছে স্টার জলসা যেন। টিআরপি কম হলেই তা বন্ধ করা হচ্ছে।

নিন্দুকদের দাবি অবশ্য, বন্ধ করা হবে কথা ধারাবাহিকটিও খুব জলদি। কারণ টিআরপিতে আর পেরে উঠছে না একসময়ের টপার এই মেগা জগদ্ধাত্রীর সঙ্গে। দশে কোন গোপনে মন ভেসেছে।

আর নন ফিকশনের কথা বললে, হাজারও বিতর্কের কারণে ডান্স বাংলা ডান্সের রেটিং ক্রমশ কমছে। চলতি সপ্তাহে নম্বর ৪.৭। আর দিদি নম্বর ১-এর সানডে ধামাকা পেয়েছে ৫.২ রেটিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *