পরিণীতার বদলে কী নামে মুক্তি পাচ্ছে? কবে?

Spread the love

রাজ চক্রবর্তী(Raj Chakraborty) ইতিমধ্যেই টলিউডের গণ্ডি ছাড়িয়ে পা রেখেছেন বলিউডে। শীঘ্রই মুক্তি পাচ্ছে তাঁর পরিচালিত প্রথম হিন্দি সিরিজ। তবে জানা গিয়েছে এই সিরিজের নাম পরিণীতা থাকছে না, বরং বদলানো হয়েছে। কী নাম রাখা হল? কেন?

কী ঘটেছে?

২০১৯ সালে মুক্তি পাওয়া পরিণীতা সিনেমার হিন্দি রিমেক করছেন রাজ, এই খবর আগেই জানা গিয়েছিল। তবে এবার জানা গেল বাংলা ছবিটির গল্প যেখানে শেষ হয়েছিল হিন্দি সিরিজটির গল্প সেখান থেকেই শুরু হচ্ছে। ফলে বাংলা ছবির সঙ্গে হিন্দি সিরিজটির গল্পে দর্শকরা কোনও মিল সেই অর্থে পাবেন না। তাই পরিণীতা বদলে অন্য নাম রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গিয়েছে রাজ চক্রবর্তী পরিচালিত প্রথম হিন্দি সিরিজটির নাম জিদ্দি ইশক রাখা হয়েছে। শীঘ্রই মুক্তি পাবে এই সিরিজ। বাংলা ছবিতে মেহুলের চরিত্রে শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং বাবাই দার চরিত্রে ঋত্বিক চক্রবর্তীকে দেখা গেলেও হিন্দি এই সিরিজে দুই মুখ্য ভূমিকায় থাকবেন অদিতি পোহঙ্কর এবং পরমব্রত চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই এই সিরিজের শ্যুটিং শেষ হয়ে গিয়েছে। বর্তমানে এই সিরিজটির পোস্ট প্রোডাকশন কাজ চলছে। জানা গিয়েছে চলতি বছরের জুলাই মাসে মুক্তি পেতে পারে এটি। দেশের কোনও প্রথম সারির OTT প্ল্যাটফর্মে মুক্তি পাবে রাজ চক্রবর্তীর জিদ্দি ইশক।

প্রসঙ্গত কেবল সিরিজ নয়, রাজ চক্রবর্তী ইতিমধ্যেই হিন্দি একটি সিরিয়ালের শ্যুটিং সেরে ফেলেছেন। বাংলা ধারাবাহিক পটল কুমার গানওয়ালার হিন্দি রিমেকের প্রোমো ভিডিয়ো শ্যুট করেছেন রাজ চক্রবর্তী। এছাড়া একই সঙ্গে তিনি সমানতালে করে চলেছেন বাংলা ছবি এবং সিরিজের কাজ। রাজ চক্রবর্তী পরিচালিত শেষ বাংলা ছবি হল সন্তান। বক্স অফিসে মোটের উপর বেশ ভালোই সাড়া পেয়েছে সেই ছবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *