পরের সপ্তাহেই হতে পারে মোদীর বৈঠক

Spread the love

পহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলা এবং অপারেশন সিঁদুরের পর ভারতের বার্তা পৌঁছে দিতে বিভিন্ন দেশে ৭ জনের বিশেষ প্রতিনিধি দল পাঠিয়েছিল কেন্দ্র। এবার সেই দলের সঙ্গেই আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী বৈঠক করতে পারেন বলে সংবাদমাধ্যম সূত্রের খবর।আগামী ৯ বা ১০ জুন বৈঠকের সম্ভাবনা

সিএনএন-নিউজ১৮ সংবাদমাধ্যমের রিপোর্ট মোতাবেক আগামী ৯ বা ১০ জুন দিল্লিতে এই বৈঠক হতে পারে। এই বৈঠকে প্রতিনিধি দলগুলি তাদের প্রচার ও বিভিন্ন দেশ থেকে প্রাপ্ত প্রতিক্রিয়া সম্পর্কে প্রধানমন্ত্রীকে জানাবেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ের জন্য বিশ্বব্যাপী সমর্থন আদায়ের উদ্যোগের অংশ ছিল এই বিশেষ প্রতিনিধি দল পাঠানো। ভারতের বার্তা পৌঁছে দেওয়ার জন্য সাতটি বহুদলীয় প্রতিনিধিদলকে বিশ্ব ৩৩টি দেশে সফরের দায়িত্ব দেওয়া হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *