পরেশ রাওয়ালের পর এবার বিস্ফোরক মন্তব্য নওয়াজউদ্দিনের

Spread the love

তিনি তারকা সন্তান নন, তথাকথিত অভিনেতাদের মতো সুন্দর দেখতেও তিনি নন, তবুও শুধুমাত্র অভিনয়ের জোরে আজ বলিউডে নিজের জায়গা করে নিয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলিউড নিয়ে কথা বলতে গিয়ে বেশ কিছু গোপন রহস্য ফাঁস করলেন তিনি।

সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলিউডের অভিনেতা-অভিনেত্রীদের অভিনয়ের যথাযথ শিক্ষা নিয়ে প্রশ্ন তোলেন নওয়াজ। তিনি বলেন, ‘যে কোনও পেশার ক্ষেত্রে সঠিক প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত বলিউডে নেই। অন্য সমস্ত ইন্ডাস্ট্রিতে পেশাদার অভিনেতাদের কাজে নেওয়া হয়। সঠিক প্রশিক্ষণ না থাকলে সেখানে ঢুকতে পর্যন্ত দেওয়া হয় না।’

নওয়াজ আরও বলেন, ‘ইন্ডাস্ট্রিতে কোনও ঐক্য নেই। বন্ধু নেই। আমারও বলিউডে কোনও বন্ধু নেই। সবটাই শুধু লোক দেখানো। বেশিরভাগ বন্ধু ভুয়ো। আজ যিনি পাশে রয়েছেন তিনি কাল পাল্টে যাবেন, তার বদলে অন্য কেউ আসবে। এখানে সম্পর্ক তৈরি হয় প্রয়োজন এবং সার্থের তাগিদে। আমার যা বন্ধু রয়েছে সবই আমার ছোটবেলার বন্ধু।’

তবে শুধু নওয়াজ নন, কিছুদিন আগে পরেশ রাওয়ালকেও ঠিক একই কথা বলতে শোনা গিয়েছে। পরেশ রাওয়ালের মতেও, ইন্ডাস্ট্রিতে কেউ বন্ধু হয় না। সবাই শুধু কলিগ। তিনিও মনে করেন, বন্ধু শুধুমাত্র হয় স্কুল কলেজ এবং থিয়েটারে। বলিউডে নয়।

বলিউডের চাকচিক্য জগতের ভেতরের অন্ধকার দিকের কথা বারবার বহু মানুষ তুলে ধরেছেন। সুশান্তের মৃত্যুর পর কঙ্কনাকেও বারবার তারকা সন্তানদের উদ্দেশ্যে কথা বলতে শোনা গিয়েছিল। কিছুদিন আগে প্রয়াত অভিনেতা ইরফান খানের ছেলে বাবিল খানকেও বলিউডকে অন্ধকারময় জগৎ বলতে শোনা যায়।

প্রসঙ্গত, খুব সম্প্রতি Zee 5 – এ মুক্তি পেয়েছে নওয়াজ অভিনীত ‘কোস্টাও’। এই সিনেমায় একজন ন্যায়পরায়ন অফিসারের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে অভিনেতাকে। গত ১ মে ছবিটি মুক্তি পায় ডিজিটাল প্লাটফর্মে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *