পশ্চিমবঙ্গ দিবস পালনকে ঘিরে তুলকালাম! বাইকে সুকান্ত, হেঁটে শুভেন্দু

Spread the love

বঙ্গ বিজেপির পশ্চিমবঙ্গ দিবস পালন। আর শুক্রবার ২০শে জুন আর সেই পশ্চিমবঙ্গ দিবস পালনকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা শহরে। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার শ্য়ামাপ্রসাদ মুখোপাধ্য়ায়ের মূর্তিতে মাল্যদান করেন। প্রথম দফায় পুলিশের বাধার মুখে পড়েছিলেন সুকান্ত মজুমদার। পরে অবশ্য তিনি বাইকে চেপে এগিয়ে যান। স্লোগান দিতে শুরু করেন বিজেপির নেতা কর্মীরা। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বিজেপি নেতৃত্ব।

শুক্রবার নেতাজি ভবনের দিকে বাইকে চেপে রওনা দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।নিরাপত্তারক্ষীরা ঘিরে ছিলেন সুকান্তকে। ভবানীপুরে পুলিশ ও বিজেপির মধ্য়ে তীব্র ধস্তাধস্তিও শুরু হয়ে গিয়েছিল। বিজেপি কর্মীরা স্লোগান দিতে শুরু করেন। ভবানীপুরে শ্য়ামাপ্রসাদ মুখোপাধ্য়ায়ের মূর্তিতে মালা দেওয়ার পরে তিনি নেতাজি ভবনের দিকে রওনা দেন। তবে পুলিশ একাধিক বাইককে এভাবে মিছিল করে যাওয়ার অনুমতি দেয়নি। তবে পরে সুকান্ত মজুমদার একাই রওনা দেন বাইকে চেপে। সঙ্গে অবশ্য বিজেপির নেতা কর্মীরা হেঁটে রওনা দেন।

সামগ্রিক পরিস্থিতিকে কেন্দ্র করে কার্যত তুলকালাম পরিস্থিতি। অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও মিছিল করেন। বিধানসভা থেকে রেড রোড পর্যন্ত মিছিল করেন শুভেন্দু। সেই মিছিলে বিজেপির বিধায়করা ছিলেন। সামগ্রিক পরিস্থিতিকে তৃণমূলকেও একহাত নেন তিনি।

অন্য়দিকে তৃণমূলের তরফ থেকে এই দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে মেনে নেওয়া হয়নি। তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় আগেই জানিয়েছিলেন, বাংলার প্রতিষ্ঠা দিবস কবে হবে সেটা আপনারা ঠিক করবেন? বিজেপির ইচ্ছে মতো চাপিয়ে দেওয়া জিনিস।

তৃণমূলের দাবি, পশ্চিমবঙ্গ দিবস হল পয়লা বৈশাখ। তবে বিজেপির দাবি পশ্চিমবঙ্গ দিবস হল ২০ জুন। আর এই পশ্চিমবঙ্গ দিবস পালনকে ঘিরে এবারও বিজেপি ও তৃণমূলের মধ্যে সংঘাত একেবারে তুঙ্গে।

মমতা বন্দ্যোপাধ্য়ায়, বাংলার মুখ্য়মন্ত্রী আগেই জানিয়েছিলেন, ২০শে জুন বাংলা দিবস পালন করবেন সারা ভারতের সব রাজভবনে। এই দিনটা তারা ঠিক করলেন কীভাবে? আমরা তো পয়লা বৈশাখটা দিনটা আমরা বাংলার প্রতিষ্ঠা দিবস হিসাবে ঘোষণা করেছি।

এদিকে বিজেপির দাবি, শ্য়ামাপ্রসাদের উপর শ্রদ্ধা জানিয়েই ২০ জুন তারিখটি পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন করা দরকার। জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদের নেতৃত্বে ১৯৪৭ সালের ওই দিনে আনুষ্ঠানিকভাবে ভারতের অংশ হিসাবে পশ্চিমবঙ্গকে আখ্যা দেওয়া হয়।

শুভেন্দু অধিকারী বলেন, ২০শে জুন আসল পশ্চিমবঙ্গ দিবস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *