পশ্চিম তীরে রাশিয়ার কূটনৈতিক গাড়িতে হামলা

Spread the love

রাশিয়ার একটি কূটনৈতিক গাড়িতে ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলার ঘটনায় মস্কো ইসরাইলের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে। অধিকৃত পশ্চিম তীরে একটি অবৈধ বসতি স্থাপনের কাছে ওই হামলার ঘটনা ঘটে।মঙ্গলবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক বিবৃতিতে বলেছেন, মস্কো এই আক্রমণকে ১৯৬১ সালের কূটনৈতিক সম্পর্কের ভিয়েনা কনভেনশনের গুরুতর লঙ্ঘন বলে মনে করে যা ইসরাইলি সামরিক কর্মীদের যোগসাজশে সংঘটিত হয়েছে। 


জাখারোভা জানান, ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) কাছে রাশিয়ার প্রতিনিধিত্বকারী এবং কূটনৈতিক রেজিস্ট্রেশন প্লেট সম্বলিত গাড়িটি ৩০ জুলাই রামাল্লার পূর্বে এবং জেরুজালেমের প্রায় ২০ কিলোমিটার উত্তরে একটি অবৈধ ইসরাইলি বসতির কাছে একদল বসতি স্থাপনকারীর আক্রমণের মুখে পড়ে।


বিবৃতিতে জানানো হয়, গাড়িটির যান্ত্রিক ক্ষতি হয়েছে। আক্রমণের সাথে রাশিয়ান কূটনীতিকদের উদ্দেশ্যে মৌখিক হুমকিও দেয়া হয়েছে বলে মুখপাত্র জানান। 

সেখানে উপস্থিত ইসরাইলি সৈন্যরা হামলাকারীদের আক্রমণাত্মক কর্মকাণ্ড থামানোর চেষ্টা করেনি বলেও জানানো হয়।



এদিকে, রাশিয়ান গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, রাশিয়ার কূটনৈতিক মিশনের সদস্যদের ফিলিস্তিনি অধিদপ্তরে নিয়ে যাওয়ার সময় গাড়িটি আক্রমণের শিকার হয়।


মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনে, কূটনৈতিক গাড়িতে হামলার বিষয়টি উত্থাপন করেন জাতিসংঘে রাশিয়ার প্রথম উপ-স্থায়ী প্রতিনিধি দিমিত্রি পলিয়ানস্কি।


পলিয়ানস্কি বলেন, অধিকৃত পশ্চিম তীরে রাশিয়ার গাড়ির উপর হামলা এমন এক সময়ে ঘটেছে যখন ইসরাইলি কর্তৃপক্ষ ফিলিস্তিনি ভূখণ্ড থেকে বাসিন্দাদের সরানো ও উপনিবেশ স্থাপনের নীতি গ্রহণ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *