পহেলগাঁওয়ের বদলা নিতে ৩ সেনাকে ‘পূর্ণ স্বাধীনতা’ মোদীর

Spread the love

পহেলগাঁও জঙ্গি হামলার বদলা নিতে তিন সামরিক বাহিনীকে ‘পূর্ণ স্বাধীনতা’ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে, মঙ্গলবার নিজের বাসভবনে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল অনিল চৌহান-সহ তিন বাহিনীর প্রধানের সঙ্গে যে উচ্চপর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী, তাতে তিনি স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন যে যখন খুশি, যেখানে খুশি পহেলগাঁও হামলার বদলা নিতে পারে ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনা। কীভাবে হামলা চালানো হবে, কীভাবে পরিকল্পনা করা হবে, সেই সংক্রান্ত বিষয়ে কোনও বাহিনীর হাত-পা বেঁধে রাখা হবে না। যেমন মনে হবে, সেরকমভাবেই ‘অ্যাকশন’ নেওয়ার স্বাধীনতা দিয়েছেন প্রধানমন্ত্রী।

ভারতের ৩ বাহিনীর উপরেই আস্থা রেখেছেন মোদী

আর সেই অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী তিন বাহিনীর উপরই পূর্ণ আস্থা রেখেছেন। সূত্র উদ্ধৃত করে পিটিআইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে, ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, ভারতীয় বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং এবং ভারতীয় নৌসেনার প্রধান অ্যাডমিরাল দীনেশকুমার ত্রিপাঠীর সামনেই প্রধানমন্ত্রী বলেছেন যে ‘আমাদের প্রতিক্রিয়া কী হবে, কীভাবে সেই পদক্ষেপ করা হবে, টার্গেট কী হবে এবং কখন অ্যাকশন নেওয়া হবে, তা নির্ধারণ করার পূর্ণ স্বাধীনতা আছে।’

পহেলগাঁও হামলার পরে পাকিস্তানের হাঁটু কাঁপছে?

আর প্রধানমন্ত্রীর বাসভবনে যেদিন সেই উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে, তার ঠিক এক সপ্তাহ আগের মঙ্গলবারই জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু হয়। তাঁদের মধ্যে অধিকাংশই পর্যটক ছিলেন। ওই জঙ্গি হামলার পিছনে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন দ্য রেজিট্যান্স ফ্রন্ট আছে বলে অভিযোগ উঠেছে।

তারপর থেকেই কূটনৈতিক স্তরে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কঠোর পদক্ষেপ করেছে ভারত। রদ করে দেওয়া হয়েছে সিন্ধু জলচুক্তি। নেওয়া হয়েছে আরও একাধিক ব্যবস্থা। সেইসঙ্গে জঙ্গি-নিধন অভিযান চালানো হচ্ছে। পহেলগাঁও হামলায় যে জঙ্গিরা জড়িত আছে বলে অনুমান করা হচ্ছে, তাদের এখন ধরা না গেলেও সন্ত্রাসবাদীদের নিধন অভিযান চালানো হচ্ছে। খুঁজে-খুঁজে বের করা হচ্ছে জঙ্গিদের।

সার্জিক্যাল ও এয়ারস্ট্রাইক নিয়ে ভয় পাচ্ছে পাকিস্তান?

তবে সার্জিক্যাল স্ট্রাইক এবং এয়ারস্ট্রাইকের ঘটনার পরে সীমান্তের ওপারে আতঙ্ক তৈরি হয়েছে যে এবারও ভারত কোনও সামরিক অভিযান চালাবে। সংশ্লিষ্ট মহলের মত, ভারত পাকিস্তানের মধ্যে কোনও ‘স্ট্রাইক’ চালাতে পারে বলে রীতিমতো আতঙ্কে ভুগছে পাকিস্তান। তাই কোনও মন্ত্রী বলছেন যে ভারতের দিকে ১৩০টি ক্ষেপণাস্ত্র তাক করা আছে। কেউ আবার কার্যত নিশ্চিত হয়ে বলছেন যে ভারতের সামরিক অভিযান অবশ্যম্ভাবী।

সেই আবহেই মঙ্গলবার উচ্চপর্যায়ের বৈঠক থেকে প্রধানমন্ত্রী যে বার্তা দিলেন, তাতে অনেকের ঘুম উড়ে যাবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *