সদ্য পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে গ্রেফতার করেছে হরিয়ানার হিসার পুলিশ। এরপরই আজ রবিবার, হরিয়ানার হিসারের এসপি শশাঙ্ক কুমার সাওয়ান জ্যোতিষকে নিয়ে মুখ খুললেন। তিনি দাবি করেন, জ্যোতির বেড়ানোর বিস্তারিত তথ্য আর জ্যোতির আয়ের অঙ্ককে সমর্থন করছে না। ফলত সন্দেহ জারি। এছাড়াও ‘পাকিস্তানি ইন্টেলিজেন্স অপারেটিভ’রা নিয়োগের ক্ষেত্রে কাদের টার্গেট করছে, তাও পুলিশের তরফে জানানো হয়েছে।
সদ্য় ২২ এপ্রিল, ২০২৫র অভিশপ্ত দুপুরে জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে ২৬ জন নিরস্ত্রকে হত্যা করে জঙ্গিরা। ঘটনার পর থেকে নতুন করে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক তলানিতে ঠেকেছে ভারতের। এই পরিস্থিতিতে পাকিস্তানকে মোক্ষম জবাব দিয়ে ভারত শুরু করে ‘অপারেশন সিঁদুর’। দেশের অভ্যন্তরেও তুঙ্গে রয়েছে পাক অপারেটিভদের কর্মকাণ্ড ঘিরে তদন্ত। সদ্য দিল্লি থেকে পাকিস্তানি কূটনীতিক এহসান উর রহিম ওরফে দানিশকে বহিষ্কার করে ভারত। এরপরই আসে সোশ্যাল ইনফ্লুয়েন্সার তথা ইউটিউবার জ্যোতির নাম। এই দানিশের সঙ্গে জ্যোতির যোগ পাওয়া গিয়েছে। আপাতত জ্যোতি শ্রীঘরে। তাঁর ৫ দিনের পুলিশ রিমান্ড রয়েছে।
জ্যোতি সম্পর্কে কী কী বলল পুলিশ?
জ্যোতি সম্পর্কে মুখ খুলে পিআইওর নিয়োগের টার্গেটে কারা, তা নিয়ে হরিয়ানা পুলিশের হিসারের এসপি বলেন,’ আধুনিক যুদ্ধ কেবল সীমান্তেই লড়াই করা হয় না। পিআইওরা (পাকিস্তান ইন্টালিজেন্স অপারেটিভস) কিছু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের নিয়োগ করার চেষ্টা করছেন, এবং তাঁরা তাঁদের বক্তব্য প্রচারের জন্য এটি ব্যবহার করছেন।’

তিনি বলেন,’ আমরা কেন্দ্রীয় সংস্থাগুলি থেকে ইনপুট পেয়েছি এবং আমরা জ্যোতি মালহোত্রাকে গ্রেফতার করেছি।’ হিসার পুলিশ বলছে, ‘জ্যোতি, পাকিস্তানে একাধিকবার এবং চিনে একবার ভ্রমণ করেছেন। তিনি পিআইওদের সাথে যোগাযোগ করেছিলেন।’ জ্যোতি সম্পর্কে এছাড়াও পুলিশ বলছে, ‘আমরা তাঁর আর্থিক বিবরণ বিশ্লেষণ করছি। সংঘাতের সময় (ভারত-পাকিস্তান), তিনি পিআইওদের সাথে যোগাযোগ করেছিলেন… তাঁর ভ্রমণের বিবরণ তাঁর মোট আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ…।’
পুলিশের কাছে প্রশ্ন ওঠে পহেলগাঁও হানার আগে বা আশপাশে কি জ্যোতি পাকিস্তান গিয়েছিলেন? হরিয়ানার হিসারের পুলিশের এসপি বলছেন,’ তারা (পাক অপারেটিভরা) তাঁকে (জ্যোতি মালহোত্রা) একজন অ্যাসেট হিসেবে গড়ে তুলছিল। তিনি অন্যান্য ইউটিউব ইনফ্লুয়েন্সারদের সাথে যোগাযোগ রাখছিলেন, এবং তাঁরা পিআইওদের সাথেও যোগাযোগ রাখছিলেন… তিনি পাকিস্তানে যেতেন, স্পন্সরড ট্রিপে… পহেলগাঁও হামলার আগে তিনি পাকিস্তানে গিয়েছিলেন, এবং এর সঙ্গে যদি কোনও যোগসূত্র থাকে, তারও তদন্ত চলছে।’ তবে জ্যোতির পরও কি আরও এমন নাম উঠে আসতে পারে? হরিয়ানার হিসাহেহ এসপি শশাঙ্ক সাওয়ান বলেন,’আমরা তদন্ত করছি, কারণ আমাদের কাছে তথ্য আছে যে তাঁর (জ্যোতি) সাথে আরও অনেকে জড়িত ছিল।’