পহেলগাঁও জঙ্গি হামলা নিয়ে আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

Spread the love

পহেলগাঁও জঙ্গি হামলার ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের দাবিতে সুপ্রিম কোর্টে আর্জি জানানো হয়েছিল। এই সংক্রান্ত মামলার আবেদন অবশ্য আজ খারিজ করে দিল শীর্ষ আদালত। এই জনস্বার্থ মামলাটি গ্রহণ না করে সুপ্রিম কোর্ট বলেছে, ‘বাহিনীর মনোবল ভেঙে দেবেন না’। আজ সুপ্রিম বেঞ্চের পর্যবেক্ষণ ছিল, ‘দায়িত্বশীল হোন। দেশের প্রতি আপনার কিছু কর্তব্য আছে। এটা কি উপায়? দয়া করে এটা করবেন না। হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কবে থেকে এ ধরনের বিষয় (সন্ত্রাসবাদ) তদন্তে বিশেষজ্ঞ হয়েছেন? আমরা এই বিষয়টিকে গ্রহণ করব না। আপনি যেখানে যেতে চান দয়া করে সেখানে যান।’ 

পরে আবেদনকারী ফতেশ কুমার সাহুকে সশরীরে আবেদনটি প্রত্যাহারের অনুমতি দেওয়া হয়। উল্লেখ্য, আবেদনকারীদের মধ্যে ফতেশ ছাড়াও ছিলেন মহম্মদ জুনেইদ এবং ভিকি কুমার। তাঁরা জম্মু ও কাশ্মীরের বাসিন্দা। সেই আবেদনে তাঁদের আরও দাবি ছিল, কেন্দ্রশাসিত অঞ্চলের পর্যটন অঞ্চলে নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার জন্য সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এবং জাতীয় তদন্তকারী সংস্থাকে (এনআইএ) যেন একটি অ্যাকশন প্ল্যান তৈরি করার নির্দেশ দেয় শীর্ষ আদালত।

সুপ্রিম কোর্ট বলে, ‘আপনি যে প্রার্থনা করছেন সে সম্পর্কে আপনি কি নিশ্চিত? প্রথমত, আপনি সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে তদন্ত করতে বলছেন। তাঁরা এই নিয়ে তদন্ত করতে পারেন না। তারপর গাইডলাইন চাইবেন, ক্ষতিপূরণ চাইবেন, তারপর প্রেস কাউন্সিলের কাছে নির্দেশনা চাইবেন। আপনারা রাতে এসব পড়তে বাধ্য করেন, আর এখন ছাত্রদের হয়ে কথা বলেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *