পহেলগাঁও হানার পর আগামিকাল প্রথমবার জম্মু ও কাশ্মীরে মোদী

Spread the love

গত ১৯ এপ্রিল তাঁর জম্মু ও কাশ্মীরের সফরে যাওয়ার কথা ছিল। সেদিনই কাশ্মীরের প্রথম বন্দে ভারত উদ্বোধনের কথা ছিল মোদীর। খারাপ আবহাওয়ার জন্য সেই সফর পিছিয়ে দেওয়া হয়। এর ছিক ৩ দিন পরই ২২ এপ্রিল পহেলগাঁওতে নৃশংস জঙ্গি হানা ঘটে। পাল্টা জঙ্গি মদতদাতা দেশ পাকিস্তানকে ‘অপারেশন সিঁদুর’ দিয়ে মোক্ষম জবাব দেয় ভারত। স্থগিত করা হয় সিন্ধু জলচুক্তি। সেই সমস্ত পর্বের পর এবার ৬ জুন জম্মু ও কাশ্মীরের সফরে ভূস্বর্গে পা রাখছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi)।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাশ্মীর সফরে একগুচ্ছ কর্মসূচি থাকছে। বিশ্বের উচ্চতম ব্রিজ চেনাব সেতুর উদ্বোধন, কাটরা থেকে শ্রীনগরের বন্দে ভারত উদ্বোধন সহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে মোদীর। তার আগে, এদিন এলাকা পরিদর্শনে যান জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। গোটা পরিস্থিতি সরোজমিনে দেখে এক্স হ্যান্ডেলে বার্তা পোস্ট করেন ওমর। যে পোস্ট শেয়ার করে পরে নরেন্দ্র মোদীও তাঁর বার্তা দেন। সব মিলিয়ে সাজো সাজো রব জম্মু ও কাশ্মীর জুড়ে। 

ওমর তাঁর পোস্টে লেখেন,’আগামিকাল মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের ব্যবস্থা পর্যালোচনা করতে বিশ্বের সবচেয়ে উঁচু রেল সেতু, চেনাব সেতু পরিদর্শন করেছি। আগামিকাল জম্মু ও কাশ্মীরের জন্য একটি যুগান্তকারী দিন, যখন অবশেষে, উপত্যকাটি দেশের বাকি অংশের সাথে একটি রেল সংযোগের মাধ্যমে সংযুক্ত হবে যা মাননীয় প্রধানমন্ত্রীর হাতে উদ্বোধন হবে। ‘ ওমরের পোস্ট শেয়ার করে নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে বার্তায় লেখেন,’ আগামীকাল, ৬ জুন, জম্মু ও কাশ্মীরের আমার বোন ও ভাইদের জন্য সত্যিই একটি বিশেষ দিন। ৪৬,০০০ কোটি টাকার গুরুত্বপূর্ণ অবকাঠামোগত প্রকল্পগুলির উদ্বোধন করা হচ্ছে যা মানুষের জীবনে অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলবে।”

এরইসঙ্গে মোদী লেখেন,’স্থাপত্যের এক অসাধারণ কীর্তি ছাড়াও, চেনাব রেল সেতু জম্মু এবং শ্রীনগরের মধ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নত করবে। চ্যালেঞ্জিং ভূখণ্ডে ভারতের প্রথম কেবল-স্থিত রেল সেতু হিসেবে অঞ্জি সেতুটি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।’ এরপর মোদী লেখেন,’ উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেল সংযোগ (USBRL) প্রকল্পটি সর্ব-আবহাওয়া সংযোগ নিশ্চিত করে এবং শ্রী মাতা বৈষ্ণো দেবী কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত বন্দে ভারত ট্রেনগুলি আধ্যাত্মিক পর্যটনকে বাড়িয়ে তুলবে এবং জীবিকার সুযোগ তৈরি করবে।’কার্যত পাক মদতপুষ্ট সন্ত্রাসকে মোক্ষম জবাব দিয়ে ভারতীয় রেলের একাধিক প্রকল্প শুক্রবার উদ্বোধন হতে চলেছে কাশ্মীরে। প্রথমবার কাশ্মীরে বৈষ্ণোদেবী কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত ছুটবে গর্বের বন্দে ভারত। তার আগে উপত্য়কার নানান রেলস্টেশন, চেনাব ব্রিজের আশপাশ সেজেঝছে তেরঙার রঙে। 

পহেলগাঁওয়ের ঘটনার পর এই প্রকল্প উদ্বোধনের আগে ওমরের কাছে প্রশ্ন যায় নিরাপত্তা নিয়ে। কাশ্মীরের মুখ্যমন্ত্রী বলেন,’ আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আছে, আমরা এটি মোকাবেলা করব, আতঙ্কিত হওয়ার দরকার নেই… সমগ্র কাশ্মীর জুড়ে ট্রেনগুলি সঠিকভাবে চলছে এবং এটি ঠিকঠাক চলছে… আমরা এই এলাকারও যত্ন নেব।’ এই প্রকল্প নিয়ে ওমর আবদুল্লাহ বলেন,’আমি অনেক দিন ধরে এই মুহূর্তটির জন্য অপেক্ষা করছিলাম, এখনও এটি যথেষ্ট হবে না। এখন, এমনকি আমার বাচ্চারাও স্কুল এবং কলেজ শেষ করে কাজ শুরু করেছে। কিন্তু, কখনও না হওয়ার চেয়ে দেরি করাই ভালো… আগামীকাল প্রধানমন্ত্রী বন্দে ভারত পরিষেবা উদ্বোধন করবেন এবং এটি আমাদের উপকৃত করবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *