পহেলগাঁও হামলার পর ফের বিস্ফোরক জাভেদ

Spread the love

গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁও এলাকায় সন্ত্রাসী হামলার পর একাধিক সেলিব্রিটিদের দেখা গিয়েছে এই প্রসঙ্গে কথা বলতে। কাশ্মীরের মাটিতে ভারতীয়দের ওপর হামলার নিন্দা করতে দেখা যায় অন্যতম লেখক তথা গীতিকার জাভেদ আখতারকেও।

কিছুদিন আগেই দুই দেশের শিল্পীদের নিয়ে কথা বলতে গিয়ে জাভেদ আখতার বলেছিলেন, সম্পর্ক এবং সম্মানের বিষয়টা সবসময় একতরফা থেকে গেছে। পাকিস্তানের একাধিক বড় বড় কবি-শিল্পীরা ভারতবর্ষে এসেছেন এবং সম্মান পেয়েছেন। কিন্তু ভারতের শিল্পীরা কখনওই পাকিস্তানে গিয়ে তেমন সম্মান পাননি। লতাজি দুই দেশের জনপ্রিয় শিল্পী ছিলেন কিন্তু পাকিস্তানে ওঁর কোনও গান রেকর্ড করা হয়নি, যদিও সেই দেশের মানুষরা ওঁকে ভালোবাসা দিয়েছেন সারাজীবন।

এবার ফের পহেলগাঁও প্রসঙ্গে কথা বলতে গিয়ে পাকিস্তানকে এক হাত নেন বলিউডের এই জনপ্রিয় গীতিকার। তিনি বলেন, ‘পাকিস্তান সব সময় সন্ত্রাস কাণ্ডের দায় ঝেড়ে ফেলে কেন? এই সন্ত্রাসীরা কোথা থেকে আসে? জার্মানি বা আমেরিকা থেকে তো নিশ্চয়ই এরা আসে না, এই সমস্ত দেশ ভারতের প্রতিবেশী দেশও নয়। প্রতিবছর এইরকম মর্মান্তিক ঘটনা কেন ঘটবে?’

রাজনৈতিক প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন, ‘কংগ্রেস হোক বা বিজেপি, যে যখন ক্ষমতায় এসেছে সব সময় কাশ্মীরে শান্তি ফেরানোর চেষ্টা করে গেছে। অটল বিহারী বাজপেয়ি নিজে পাকিস্তানে গিয়েছিলেন শান্তি রক্ষা করার জন্য। কিন্তু কি হল? সৌজন্যবোধ দেখার অত দূরের কথা, কার্গিল যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়ে গেল। এটাকেই কি বন্ধুত্ব বলে?’

ভারতে থাকা কাশ্মীরিদের পক্ষে কথা বলেন জাভেদ। তিনি বলেন, ‘আমি মনে করি কাশ্মীরে যারা থাকেন তাদের মধ্যে ৯৯ শতাংশ মানুষ ভারতের প্রতি অনুগত। তবে মুসৌরি বা ভারতের অন্য যে সমস্ত জায়গায় কাশ্মীরিদের হয়রানি করা হয়, তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা কোথাও না কোথাও পাকিস্তানের সন্ত্রাসবাদের প্রচার করছেন। দয়া করে এটা করবেন না।’

প্রসঙ্গত, কাশ্মীরে সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত সন্ত্রাসবাদীদের উপযুক্ত শাস্তির দাবি তোলেন জাভেদ। কোনওভাবেই যেন এই সন্ত্রাসীদের প্রতি দয়া না দেখানো হয়, সেই বিষয় নিয়েও কথা বলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *