পহেলগাঁও হামলার ‘মাস্টারমাইন্ড’ ঘুরঘুর করছে পাকিস্তানের লাহোরে

Spread the love

লস্কর-ই-তৈবার কমান্ডার তথা পহেলগাঁও হামলার মূল চক্রী সাইফুল্লাহ কাসুরিকে সম্প্রতি পাকিস্তানের লাহোরে ভারত-বিরোধী সমাবেশে দেখা গেছে। ইন্ডিয়া টুডের রিপোর্টে তেমনটাই উল্লেখ করা হয়েছে।

পাকিস্তান মারকাজি মুসলিম লিগ (পিএমএল) আয়োজিত একটি সমাবেশে এলইটি কমান্ডারকে দেখা যায়। লস্কর প্রতিষ্ঠাতা তথা রাষ্ট্রপুঞ্জের ঘোষিত জঙ্গি হাফিজ সইদের ছেলে কাসুরির সঙ্গে দেখা গিয়েছে তালহা সইদকেও। এমনটাই ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে গোটা বিষয়টি জানা গিয়েছে।

গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার সমন্বয়কারী হিসাবে কাজ করেছিল কাসুরি। ভারত সরকার এই হামলার জন্য লস্কর-ই-তৈয়বার শাখা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের আওতায় থাকা জঙ্গীদের দায়ী করেছে।

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, লস্কর কমান্ডার লাহোরে ভারত বিরোধী ও জেহাদি স্লোগান দিচ্ছে।

কাসুরি ওরফে খালিদকে অপারেশন সিঁদুরে নিহত জঙ্গিদের ‘শহিদ’ বলে প্রশংসা করতেও শোনা যায়।

পঞ্জাব প্রদেশে এক সমাবেশে কাসুরি বলেছে, ‘পহেলগাঁও হামলার মাস্টারমাইন্ড হিসেবে আমাকে দোষারোপ করা হয়েছিল, এখন আমার নাম গোটা বিশ্বে বিখ্যাত।

হিন্দুস্তান টাইমস বাংলা স্বাধীনভাবে ভিডিওগুলোর সত্যতা যাচাই করতে পারেনি।

কে এই সাইফুল্লাহ কাসুরি?
সাইফুল্লাহ কাসুরি পাকিস্তানভিত্তিক জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈবার (এলইটি) একজন সিনিয়র কমান্ডার। জঙ্গি সংগঠনের ডেপুটি চিফও তিনি।
পহেলগাঁওয়ে হামলার মাস্টারমাইন্ড বলে অভিযোগ উঠেছে কাসুরির বিরুদ্ধে, যে হামলায় এক নেপালি নাগরিক-সহ ২৬ জন নিহত হয়েছিলেন।
লস্কর-ই-তৈবা কমান্ডারকে পাকিস্তানি সেনাবাহিনীর প্রধান সম্পদ হিসাবেও দেখা হয় এবং তিনি পাকিস্তানে বেশ কয়েকটি জেহাদি বক্তৃতা রেখেছিলেন বলে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *