পাকিস্তানপ্রীতিতে ডুবে থাকা চিনের ‘কান মুলে’ দিল ভারত

Spread the love

পাকিস্তানে ভারতের অপারেশন সিঁদুর নিয়ে ভুয়ো খবর ছড়াচ্ছিল চিনের সরকার পরিচালিত সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস। চিনে অবস্থিত ভাতরীয় দূতাবাস সেই মিথ্যার প্রতিবাদ করে কড়া প্রতিক্রিয়া দিল। এই আবহে চিনকে ভারতের স্পষ্ট বার্তা, আগে ফ্যাক্ট চেক করে খবর প্রকাশ করা উচিত। এই ধরনের ভুয়ো খবর প্রকাশ করা ঠিক নয়।

ভারতীয় দূতাবাসের তরফ থেকে স্পষ্ট করে জানানো হয়, বহু পাকিস্তানি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ভুয়ো খবর ছড়াচ্ছে। অপারেশন সিঁদুরের পরিপ্রেক্ষিতে মানুষকে বিভ্রান্ত করতেই এই প্রচেষ্টা করা হচ্ছে। উল্লেখ্য, চিনা সংবাদমাধ্যম দাবি করেছিল, ভারতের তিনটি বিমান নাকি পাকিস্তান ধ্বংস করেছে। তবে যে ছবি প্রকাশ করে এই দাবি করা হচ্ছে, তা ২০২৪ সালের সেপ্টেম্বরের ঘটনা। সেই ঘটনাটি ঘটেছিল রাজস্থানে। এদিকে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটিতে ভারতের বিমান হামলার পর কয়েক ঘণ্টার মধ্যেই চিন মুখ খুলেছে। তারা ভারতের এই পদক্ষেপে উদ্বেগ প্রকাশ করেছে। পাশাপাশি ভারত ও পাকিস্তান উভয়কেই সংযম প্রদর্শনের এবং শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

অপারেশন সিঁদুর নিয়ে চিনের বিদেশ মন্ত্রক বিবৃতি দিয়ে বলে, ‘আজ ভোরে ভারত যে সেনা অভিযান চালিয়েছে, তা দুঃখজনক। বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন আমরা। ভারত এবং পাকিস্তান চিরকাল পরস্পরের প্রতিবেশী হিসেবেই বিরাজ করবে। তারা চিনেরও প্রতিবেশী। চিন সব রকমের সন্ত্রাসের বিরোধী। দু’পক্ষের কাছেই আবেদন, বৃহত্তর স্বার্থে, শান্তি ও স্থিতিশীলতার জন্য সংযত থাকুন, এমন কিছু করবেন না, যাতে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *