আপাতত সংঘর্ষ বিরতি। এবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রবিবার জানিয়েছেন, অপারেশন সিঁদুরের সময় ব্রহ্মসের শক্তি কতটা সেটা বোঝা গিয়েছে। তবে সেটা যদি কিছু কম বলে মনে হয় তবে ব্রহ্মস কতটা শক্তিশালী সেটা পাকিস্তানিদের একবার জিজ্ঞাসা করে দেখুন। তাহলেই বুঝতে পারবেন।
যোগী বলেন, সময় এসেছে জঙ্গিবাদকে শেষ করার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গোটা দেশ আজ ঐক্যবদ্ধ

ব্রহ্মস অ্যারোস্পেস ইন্টিগ্রেশন অ্যান্ড টেস্টিং ফেসিলিটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী যোগী আদিত্যনাথ। সেখানে উপস্থিত হয়ে যোগী বলেন, ব্রহ্মস মিসাইল কী? অপারেশন সিঁদুরের সময় আপনারা বুঝতে পেরেছিলেন ব্রহ্মস মিসাইলের শক্তি কতটা। তার একটা ঝলক আপনারা দেখতে পেয়েছিলেন। তবে সেটা যদি ঠিকঠাক দেখতে না পান তবে পাকিস্তানিদের একবার জিজ্ঞাসা করে দেখুন কতটা শক্তিশালী এই ব্রহ্মস।
অপারেশন সিঁদুর। পহেলগাঁওতে জঙ্গি হামলার পরেই পালটা অভিযান চালায় ভারত। একের পর এক জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেওয়া হয়েছে। পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের মাটিতে থাকা একের পর এক জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিয়েছে ভারত। কার্যত পাক জঙ্গিদের কোমর ভেঙে দিয়েছে ভারত।