পাকিস্তানি তারকার ভিডিও দেখতে VPN কিনেছেন ভারতীয় ফ্যানরা

Spread the love

কাশ্মীরের পহেলগাঁও ২২শে এপ্রিল জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে। এই পদক্ষেপের কারণে ভারতে অনেক জনপ্রিয় পাকিস্তানি সেলিব্রিটির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে। এই তালিকায় রয়েছেন হানিয়া আমির, মাহিরা খান, ফওয়াদ খান, রাহাত ফতেহ আলি খান এবং আলি জাফর, আতিফ আসলামের মতো বড় তারকারাও রয়েছেন। এই তারাকাদের সকলেরই এদেশেও বহু ফ্যান ফলোয়িং রয়েছেন।

ভারতীয় ফ্যানরা VPN সাবস্ক্রিপশন নিচ্ছেন

যেহেতু পাক তারকাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে, তাই যদি কোনও ভারতীয় ব্যবহারকারী এই ধরনের কোনও পাকিস্তানি সেলিব্রিটির অ্যাকাউন্ট অ্যাক্সেস করার চেষ্টা করেন, তখন তিনি একটি ত্রুটি বার্তা পাবেন। বলা হবে যে ‘এই অ্যাকাউন্ট ভারতে উপলব্ধ নয়’। যদিও নাকি এরপরেও কিছু ফ্যান এখনও হাল ছাড়ছেন না। জানা যাচ্ছে, অনেক ভারতীয় অনুরাগী নাকি VPN (Virtual Private Network) ব্যবহার করে এই পাকিস্তানি শিল্পীদের ইনস্টা অ্যাকাউন্ট অ্যাক্সেস করছেন।

হানিয়া আমিরের উত্তর- কেঁদে ফেলবো

যেসব পাকিস্তানি অভিনেতা-শিল্পীর অ্যাকাউন্ট ফ্যানরা VPN-এর সাহায্যে অ্যাক্সেস করছেন, সেই তালিকায় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের নামও রয়েছে। হানিয়া আমিরের অ্যাকাউন্টে ভারতীয় ফ্যানদের কমেন্টই তার প্রমাণ বহন করছে। দেখা যাচ্ছে হানিয়া আমিরের পোস্টে এক অনুরাগী লিখেছেন ‘আপনাকে মিস করছি’, আরেকজন লিখেছেন, ‘চিন্তা করবেন না, আমরা VPN ব্যবহার করে এসেছি, শুধু তোমার জন্য, তোমায় ভালোবাসি হানিয়া’, কারোর মন্তব্য, ‘আমরা আপনার জন্য VPN নিয়েছি’ এই ধরনের বহু কমেন্ট হানি আমিরের পোস্টে উঠে এসেছে। সোশ্যাল মিডিয়ায় ভারতীয় ফ্যানদের কাছ থেকে প্রচুর ভালোবাসা পেয়ে উত্তর হানিয়া লিখেছেন – ‘আমি কেঁদেই ফেলবো’।

এদিকে এদেশের অনুরাগীরা VPN ব্যবহার করে তাঁর অ্যাকাউন্টে ঢুকে কন্টেন্ট দেখছেন সেটা জানতে পেরে আনন্দ প্রকাশ করেছেন পাক শিল্পী হানিয়া। একজন ফ্যান হানিয়ার পোস্টে মন্তব্য করেছেন, ‘আপনি কি বুঝতে পারছেন আপনি কী করেছেন? আপনি এমন একটি ফ্যান বেস তৈরি করেছেন যা এতো শক্তিশালী, এতো উন্মাদ এবং মানসিকভাবে এতো সমর্পিত যে কেবলমাত্র আপনাকে স্ক্রিনে দেখার জন্য এখানে ভারতে VPN কানেকশন কিনছে। এটি কোনও সাধারণ ফ্যানডম নয়। এটি কিংবদন্তী ভালোবাসা।’

এদিকে আবার কিছু ভারতীয়দের পাকিস্তানি শিল্পীদের প্রতি এমন প্রেম দেখে বেজায় বিরক্ত বহু ভারতীয়। তাঁরা বিষয়টি জানতে পেরে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকেই আবার রেগে গিয়েছে লিখেছেন, ‘পাকিদের প্রতি এত্ত প্রেম! এদের বরং পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হোক…’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *