পাকিস্তানের মুখোশ খুলতে জাপানে অভিষেক

Spread the love

পাকিস্তানের মুখোশ খুলতে দেশে দেশে ঘুরছে ভারতের টিম। আর সেই টিমের সদস্য তৃণমূলের সর্বভারকীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। তিনিও গিয়েছেন বিদেশে। জাপানে পা দিয়েছেন ভারতের প্রতিনিধিরা।

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, জাপানে গিয়েছে সর্বদলীয় টিম। সেই টিমের অন্যতম সদস্য হিসাবে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। 

সূত্রের খবর, সর্বদলীয় ওই টিম টোকিওতে রাষ্ট্রদূত সিবি জর্জের সঙ্গে দেখা করেছে। আন্তর্জাতিক সহযোগিতা, খবর আদানপ্রদান, সন্ত্রাসবাদকে দূরে রাখতে কূটনৈতিক পদক্ষেপের ভূমিকা নিয়ে তাঁদের মধ্য়ে আলোচনা হয়েছে।সূত্রের খবর, সর্বদলীয় সংসদীয় প্রতিনিধিদল জাপানের বিদেশমন্ত্রীর সঙ্গে দেখা করেছে। জঙ্গিবাদের বিরুদ্ধে ভারতের লড়াইতে পাশে থাকার ব্যাপারে আশ্বাস দিয়েছে জাপান। ভারতের তরফ থেকে যে সংযম দেখানো হয়েছে তারও প্রশংসা করেছে জাপান।

এর আগেই জানা গিয়েছিল সর্বভারতীয় টিমে যাঁরা বিভিন্ন দেশে যাচ্ছেন তাঁদের মধ্য়ে অন্যতম হল বিজেপির রবি শংকর প্রসাদ, বৈজয়ন্ত প্রসাদ, জেডিইউর সঞ্জয় কুমার ঝাঁ, শিবসেনার শ্রীকান্ত একনাথ শিন্ডে, কংগ্রেসের শশী থারুর, ডিএমকের কানিমোঝি করুনানিধি, এনসিপি-এসপির সুপ্রিয়া সুলে। একের পর এক দেশে তাঁরা যাবেন। পাকিস্তান কীভাবে জঙ্গিবাদকে প্রশয় দেয় সেটাও তাঁরা জানাবেন গোটা বিশ্বের কাছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *