পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘন! রেগে লাল ধাওয়ান! কী বললেন সেহওয়াগ?

Spread the love

যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মধ্যেই ভারতের বিরুদ্ধে পাকিস্তানের গোলাবর্ষণে ক্ষুব্ধ শিখর ধাওয়ান। প্রাক্তন এই ক্রিকেটার তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন। ভারত ও পাকিস্তানের মধ্যে চলতি সীমান্ত উত্তেজনার মাঝেই শনিবার, ১০ মে সন্ধ্যা পাঁচটা থেকে যুদ্ধবিরতির ঘোষণা করে উভয় দেশের পররাষ্ট্র মন্ত্রক। স্থল, জল ও আকাশপথে সব ধরনের সামরিক কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্তে পৌঁছায় দুই পক্ষ।

তবে যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তানের তরফে সংঘর্ষবিরতি লঙ্ঘনের অভিযোগ উঠে আসে। এই ঘটনার পর ভারতের প্রাক্তন ক্রিকেটার শিখর ধাওয়ান পাকিস্তানের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন। তিনি টুইটারে লেখেন, ‘ঘটিয়া দেশ (বাজে দেশ) আবার নিজের ঘটিয়াপনা (নোংরা ভাবনাটাকে) পুরো পৃথিবীর সামনে দেখিয়ে দিল।’

শিখর ধাওয়ানের এই টুইট মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় এবং ১৩ লক্ষেরও বেশি ভিউ পায়। কমেন্ট সেকশনে শুরু হয় তীব্র বিতর্ক। অনেকে ধওয়ানের বক্তব্যকে সমর্থন করেন, আবার কেউ কেউ এটিকে ‘অতিরিক্ত’ বলে সমালোচনা করেন।

ধওয়ানের এই ক্ষোভপূর্ণ একলাইনার অনেক ভারতীয়ের অনুভূতির প্রতিফলন, যারা বারবার পাকিস্তানের বিশ্বাসঘাতকতায় বিরক্ত। তিনি লেখেননি যে পাকিস্তানকে আর বিশ্বাস করা যায় না। কাজের মাধ্যমে বারবার নিজেদের কথার পরিপন্থী আচরণ করে তারা সেই সত্য নিজেরাই প্রমাণ করেছে।

এর আগেও বীরেন্দ্র সেহওয়াগ সহ একাধিক ভারতীয় ক্রিকেটার ‘কুকুরের লেজ কখনও সোজা হয় না, সেটা বাঁকাই থেকে যায়।’ এই বার্তা দিয়ে পাকিস্তানের আচরণের সমালোচনা করেছেন। এই উত্তেজনার কারণে BCCI ইতিমধ্যে IPL 2025 এক সপ্তাহের জন্য স্থগিত করেছে।

PBKS বনাম DC ম্যাচটি চলাকালীনই বন্ধ হয়ে যায়। BCCI জানিয়েছিল, এই ম্যাচটি আবার খেলা হবে এবং নতুন শিডিউল শীঘ্রই প্রকাশ করা হবে। তবে সীমান্তে পাকিস্তান যদি এই ধরনের লঙ্ঘন চালিয়ে যায়, তাহলে IPL 2025 আবার শুরু করা কঠিন হয়ে পড়বে, এমনটাই ধারণা করা হচ্ছে।

বর্তমানে IPL-এর বাকি রয়েছে গ্রুপ লিগের প্রায় ১২-১৩টি ম্যাচ, এবং প্লে-অফের চারটি ম্যাচ। যেটি এক-দুই সপ্তাহের মধ্যেই শুরু কারা যাবে বলে মনে করা হয়েছিল। তবে তা এখন আবার আলোচনার পাতায় চলে গিয়েছে বলে মনে করা হচ্ছে। সবকিছু ঠিক হওয়ার আগেই এই রাজনৈতিক উত্তেজনার পরিস্থিতি IPL 2025-এ বড় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *