পাকিস্তানের সশস্ত্র সেনা হামলার প্ল্যানিং কার তত্ত্বাবধানে? 

Spread the love

একের পর এক ড্রোন পাকিস্তান সীমান্ত থেকে উড়ে এসেছিল ভারতের বুকে, যার বেশিরভাগই ভারতের মাটি ছুঁতে পারেনি। মোক্ষম জবাব দিয়েছে ভারতীয় সেনা ভারতের তরফে ৭ মে ‘অপারেশন সিঁদুুর’ শুরুর রাত থেকে একের পর এক পাকিস্তানি তাবড় এয়ারবেস গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পহেলগাঁও নিয়ে ভারতের প্রত্যাঘাতে পাকিস্তানে ১০০র বেশি জঙ্গি মারা গিয়েছে। এমন এক সংঘাতে ভারতের বিরুদ্ধে পাক সেনার সশস্ত্র অপারেশনের যিনি নাকি পরিকল্পনার তত্ত্বাবধান করেছেন, তাঁর নাম এবার বলে দিলেন পাকিস্তানের মন্ত্রী আজমা বুখারি।

পাকিস্তানের পঞ্জাব প্রভিন্সের ‘ইনফরমেশন’ বিষয়ক মন্ত্রী আজমা বুখারি। বুখারির দাবি, ভারতের বিরুদ্ধে পাকিস্তান যে সেনা-অপারেশন করেছে, তার পরিকল্পনার তত্ত্বাবধান করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর দাদা! প্রসঙ্গত, আজমা নিয়েছেন, শাহবাজ শরিফের দাদা, নওয়াজ শরিফের নাম। বর্তমানে পাকিস্তানের মন্ত্রিসভায় নেই নওয়াজ। তিনি সেদেশের শাসকদল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)এর সুপ্রিমো, তথা প্রাক্তন প্রধানমন্ত্রী। আজমা বলছেন, শরিফের সরাসরি তত্ত্বাবধানে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সেনা হামলা হয়। প্রসঙ্গত, নওয়াজ শরিফ এর আগে কার্গিল যুদ্ধের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। যে যুদ্ধে ভারতীয় সেনা, পাকিস্তানের সেনাকে নাস্তানাবুদ করে হারিয়েছিল। সেই নওয়াজই নাকি ২০২৫ সালে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের জবাবি সেনা হামলার পরিকল্পনায় কেন্দ্রীয় ভূমিকা পালন করেন।

পাকিস্তানের পঞ্জাবের ‘ইনফরমেশন’ মন্ত্রী আজমা বলছেন,’ ভারতের বিরুদ্ধে পুরো অভিযানটি প্রাক্তন প্রধানমন্ত্রী এবং পিএমএল-এন প্রধান নওয়াজ শরিফের তত্ত্বাবধানে পরিকল্পিত হয়েছিল।’ তিনি আরও বলেছেন,’উনি (নওয়াজ) এ,বি,সি ধরনের নেতা নন। তাঁর কাজই তাঁর কথা বলে দেয়।’ উল্লেখ্য, ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি শুরুর পর পাকিস্তানের মন্ত্রী একথা বলেছেন। প্রসঙ্গত, ভারতের বিরুদ্ধে যে সংঘাতে পাকিস্তান, তার নূর খান এয়ারবেস সহ তাবড় বায়ু ঘাঁটিতে তুমুলভাবে আক্রান্ত হয়েছে, সেদেশে ১০০ জন জঙ্গির মৃত্য়ু হয়েছে, সেই সংঘাত ঘিরে বিজয়োল্লাসে মেতেছে পাকিস্তানের বহু জায়গা। সেই পরিস্থিতির মাঝেই নওয়াজ শরিফকে ঘিরে এই বক্তব্য আসে পাকিস্তানের ওই মন্ত্রীর তরফে।

এদিকে, পাকিস্তানের সামরিক আঙিনায় তাঁর ভূমিকার কথা তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে না জানা গেলেও, নওয়াজ শরিফ ধারাবাহিকভাবে ভারত-পাকিস্তান উত্তেজনার কূটনৈতিক সমাধানের পক্ষে কথা বলেছেন। শনিবার (পূর্বে টুইটার) এক্স-এ একটি পোস্টে তিনি বলেন, ‘পাকিস্তান একটি শান্তিপ্রিয় দেশ এবং শান্তি পছন্দ করে, তবে কীভাবে আত্মরক্ষা করতে হয় তাও জানে।’ উল্লেখ্য, তিনবার পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন নওয়াজ। সদ্য সংঘর্ষ বিরতির পর তিনি তাঁর পোস্টে লেখেন,’পাকিস্তানকে গর্বিত করার জন্য সর্বশক্তিমান আল্লাহর কাছে কৃতজ্ঞতা। আমি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, সেনাবাহিনী প্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জহির সিন্ধু এবং পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে অভিনন্দন জানাই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *