শুক্রের রাতে রাতভর, ভারত ও পাকিস্তানের(Pakistan) মধ্যে ধুন্ধুমার সংঘাত চলে। পাকিস্তানের তরফে ভারতের সেনা ছাউনি সহ নাগরিকদের বসবাসের জায়গায় তুমুল হামলা করা হয়েছে। তার জবাবে লাহোর, রাওয়ালপিন্ডি সহ একাধিক বিমানঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত। এরপর শনিবার ভোরবেলা হওয়ার কথা ছিল দিল্লির তরফে প্রেস ব্রিফিং। সেই সময়কাল পিছিয়ে যায়। মাঝের সময়ে উত্তেজনা দেখা দেয় ভারতের পশ্চিম প্রান্তের সীমান্তে। বেলা ১০.৩০র ব্রিফিং এ মুখ খোলেন ভারতের বিদেশমন্ত্রকের সচিব বিক্রম মিশ্রি।
চেনা মেজাজে এদিনও বিক্রম মিশ্রি পাকিস্তানের পর পর মিথ্যাচারের মুখোশ খুলে দেন। তিনি বলেন, সংঘাতের শুরু থেকে পাকিস্তান ক্রমাগত মিথ্যাচার চালাচ্ছে। এরপর পাকিস্তানের মিথ্যার ঝুলি থেকে এক একটি প্রসঙ্গ তুলে সত্যিটা তুলে ধরে দিল্লি। বিক্রম মিশ্রি বলেন,’ যে দাবি ওরা করছে, যে ভারতের সেনা ছাউনির বিভিন্ন জায়গায় তারা হামলা করছে, আর ধ্বংস করছে, তা মিথ্যা। সিরসার এয়ারফোর্স স্টেশন ধ্বংসের পাক দাবি মিথ্যা।’ প্রসঙ্গত, আজকের বিভিন্ন বায়ুসেনা ঘাঁটির অক্ষত থাকার আজকের ছবি দেখিয়ে দিয়েছে ভারত।
ঘটনার প্রমাণ হিসাবে ছবির নিচে ছিল ছবিটি তোলার সময়ও। ফলে পাকিস্তানের নোংরা মিথ্যাচারের পর্দা কার্যত ফাঁস করে দিয়েছে ভারত। এদিকে, এরপর বিক্রম মিশ্রি বলেন, পাকিস্তান যে দাবি করেছিল যে ‘এস ৪০০ নষ্ট হয়েছে, তা মিথ্যা। যে দাবি করা হচ্ছিল যে ভারতের বিরাট অংশের ভারতের ক্রিটিক্যাল ইনফাস্ট্রাকচার নষ্ট হয়েছে, তা ভুল, বিদ্যুৎ, সাইবার সিস্টেম হানা হয়েছে, তাও মিথ্যা। ‘

বিক্রম মিশ্রি বলেন, সম্প্রদায়গুলির মধ্যে বিভেদ আনতে পাকিস্তান ক্রমেই চেষ্টা করে যাচ্ছে। সকালে রজৌরিতে পাক হামলা হয়েছে, আমাদের রজৌরির এডিসিকে হত্যা করেছে। বহুজন আহত হয়েছে। সম্পত্তির ক্ষতি হয়েছে। তিনি বলেন,’পাকিস্তানের অফিসাররা হাস্যকরভাবে দাবি করেছেন, ভারত অমৃতসর সাহিবে মিসাইল হামলা করছে। বিভেদের এই চেষ্টা ব্যর্থ হবে।’
বিক্রম বলেন, ‘বহু চ্যানেলে পাকিস্তানের সেনা মুখপাত্র বেশ খুশি হয়ে বলছিলেন যে, ভারতের মানুষের উচিত সরকারের সমালোচনা করা বিভিন্ন বিষয়ে। পাকিস্তানের কাছে এটা সারপ্রাইজ হতে পারে যে নাগরিকরা সরকারের সমালোচনা করছেন, যা এক খোলামেলা গণতন্ত্রের প্রতীক। পাকিস্তান যে সেটা জানেনা, তা আর অবাক করে না।’ পাকিস্তানের আরও একটি দাবি ছিল যে ভারতের মিসাইল আফগানিস্তানে হামলা করেছে। বিক্রম বলছেন,’ পুরো মিথ্যা। আফগানিস্তানের মানুষকে মনে করাতে হবে না সেদেশের সাধারণ মানুষকে বহু সময় কোন দেশ গত দেড় বছরে টার্গেট করেছে।’