পাক গুপ্তচরবৃত্তিতে ধৃত জ্যোতির সঙ্গে যোগ? স্ক্যানারে বাংলার পড়শি রাজ্যের ইউটিউবার

Spread the love

সদ্য পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার করা হয়েছে ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে। হরিয়ানার হিসারের বাসিন্দা জ্যোতি ছাড়াও এই গুপ্তচরবৃত্তি ঘিরে বেশ কয়েকজনের দিকে নজর রয়েছে পুলিশের। এদিকে, হরিয়ানার পর খবর উঠে আসছে বাংলার পড়শি রাজ্য থেকে। জানা যাচ্ছে পড়শি রাজ্য ওড়িশার এক ইউটিউবারের সঙ্গে যোগ ছিল জ্যোতির। কী সম্পর্কিত যোগ? রুদ্ধশ্বাস তদন্ত শুরু হয়েছে।

দেশের তাবড় তীর্থক্ষেত্রের মধ্যে অন্যতম হল পুরী। জগন্নাথদেবের ধাম তথা শ্রীক্ষেত্র পুরীরই এক ইউটিউবার এবার পুলিশের স্ক্যানারে। জানা যাচ্ছে, ওই ইউটিউবারের সঙ্গে যোগ ছিল জ্যোতি মালহোত্রার। সদ্য হরিয়ানার হিসার থেকে জ্যোতিকে গ্রেফতার করেছে পুলিশ। জ্যোতির সঙ্গে দিল্লিতে অবস্থিত পাকিস্তানি হাইকমিশনের অন্দরে কর্মরত এহসান উর রহিমের যোগ ছিল। পহেলগাঁওতে জঙ্গি হানার পর পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ‘অপারেশন সিন্দুর’ শুরু হওয়ার পর দিল্লির পাকিস্তান হাইকমিশন থেকে এহসানকে বহিষ্কার করা হয়। এদিকে, হরিয়ানা পুলিশের কাছে জ্যোতির বিষয়ে তথ্য আসতেই তাকে গ্রেফতার করা হয়। এদিকে, জানা যাচ্ছে, জ্যোতির সঙ্গে ওড়িশার এক ইউটিউবারের যোগ রয়েছে। পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির প্রেক্ষাপট ঘিরে সেই ইউটিউবারও স্ক্যানারে। জানা যাচ্ছে, সন্দেহে থাকা পুরীর ওই ইউটিউবারও কিছুদিন আগে গিয়েছিলেন পাকিস্তানের কার্তারপুর সাহিবে।

হরিয়ানার হিসার পুলিশ জানিয়েছে, পাকিস্তানের ইন্টালিজেন্স অপারেটিভরা মূলত, ইউটিউবারদের নিয়োগের বিষয়ে ফোকাস বাড়াচ্ছিল। ইতিমধ্যেই জ্যোতিকে তারা বড় অ্যাসেট বলে মনে করছিল বলেও হরিয়ানা পুলিশ জানিয়েছে।

অফিশিয়ালরা জানিয়েছেন, গত ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে পুরী গিয়েছিল জ্যোতি। সেই সময় ওই সন্দেহভাজন মহিলা ইউটিউবারের সঙ্গে জ্যোতির দেখা হয়। ইতিমধ্যেই পুরীর ওই ইউটিউবারকে ঘিরে তদন্ত নেমেছে পুলিশ। পুরীর পুলিশের সুপারিন্টডেন্ট বিনীত আগরওয়াল বলেন,’ আমরা জানতে পেরেছি যে জ্যোতি মালহোত্রা গত বছর পুরীতে গিয়েছিলেন, এবং আমরা বিষয়টি যাচাই করছি। যাচাইয়ের পরে আরও কিছু জানানো যাবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *