রাতের অন্ধকার নেমে আসতেই পাকিস্তানের দিক থেকে ধেয়ে আসতে শুরু করেছিল একাধিক ড্রোন। কালো আকাশে বিন্দু বিন্দু আলো আতঙ্কিত করে তুলেছিল জম্মু ও কাশ্মীরের সাধারণ মানুষজনকে। তবে তাদের শঙ্কা দূর করে দেয় ভারতীয় সামরিক বাহিনী। অনায়াসে পাকিস্তানের হামলা প্রতিহত করে তারা। এদিকে ভারতের তরফ থেকে দাবি করা হয়েছে, গতকাল পাকিস্তানের তরফ থেকে ভারতের সামরিক পরিকাঠামোতেও আঘাত হানার চেষ্টা করা হয়েছিল। তবে কোনও কিছুতেই সফল হয়নি।
এই আবহে পাক ড্রোন ধ্বংস করা নিয়ে ভাতরীয় সেনার তরফ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে সরকারি ভাবে। তাতে বলা হয়েছে, ‘৮ ও ৯ মে-র মধ্যরাতে পাকিস্তানের সশস্ত্র বাহিনী সমগ্র পশ্চিম সীমান্তে ড্রোন এবং অন্যান্য অস্ত্র ব্যবহার করে একাধিক আক্রমণ চালায়। জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর পাক সেনারা অসংখ্যবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে।’
এরপর সেনার বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘পাকিস্তানের এই ড্রোন আক্রমণ কার্যকরভাবে প্রতিহত করা হয়েছিল গতকাল রাতে। যেখানে যেখানে পাকিস্তান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করা হয়েছিল, সেখানে উপযুক্ত জবাব দেওয়া হয়েছে তাদের। ভারতীয় সেনাবাহিনী জাতির সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। সকল ঘৃণ্য পরিকল্পনার জবাব দেওয়া হবে দৃঢ়তার সাথে।’

উল্লেখ্য, গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে পাক মদতপুষ্ট জঙ্গিরা ধর্ম জিজ্ঞেস করে ২৫ জন পর্যটক এবং এক স্থানীয়কে খুন করে। এর জবাবে ভারত ৬ মে গভীর রাতে পাকিস্তানের ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেয়। সেই অভিযানে প্রায় ১০০ জনের জঙ্গিকে খতম করে ভারত। আর এরপর থেকেই পাকিস্তানের তরফ থেকে শেলিং শুরু হয় ভারতের ওপর।
অপারেশন সিঁদুর পরবর্তী সময়ে পাকিস্তানের শেলিংয়ে ভারতের অন্তত ১৬ জন নাগরিকের মৃত্যু ঘটে। এর জবাবে ভারতও পালটা শেলিং চালিয়েছে। এরই মধ্যে ৭-৮ মে-র মাঝের গভীর রাতে পাকিস্তান ভারতের ১৫টি শহরে সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্রের মাধ্যমে হামলা চালানোর চেষ্টা করে। তবে ভারত সেই ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করে এস ৪০০ সুদর্শন চক্র ব্যবহার করে।
৯ মে পাকিস্তানের হামলার জবাবে ভারত পড়শি দেশের বিভিন্ন জায়গায় রাডার ব্যবস্থা ধ্বংস করে দিয়েছিল। এরই সঙ্গে সর্বদল বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছিলেন, অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি। এরই পরে পাকিস্তানের তরফ থেকে ৯ মে জম্মু থেকে জয়সলমেরে হামলা চালানো হয়। পাকিস্তানের যুদ্ধবিমান ভারত ধ্বংস করে দেয়। এছাড়া পাক মিসাইল এবং ড্রোনও ধ্বংস করে ভারত। পাকিস্তানের একাধিক শহরে হামলা চালিয়েছিল ভারত।