পাক বিমানের জন্য আকাশসীমা বন্ধ করল ভারত

Spread the love

ভারতের আকাশসীমা আর ব্যবহার করতে পারবে না পাকিস্তানি বিমান।

বুধবার নোটিশে জানানো হয়েছে, পাকিস্তানের বিমানের জন্য ভারতের আকাশসীমা ব্যবহার করা হবে না। খবর হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে।

ভারতীয় আকাশসীমা কোন বিমানগুলি আর ব্যবহার করতে পারবে না: পাকিস্তানে নিবন্ধিত বিমান, পাকিস্তানি বিমান সংস্থা বা অপারেটরদের দ্বারা পরিচালিত, মালিকানাধীন বা লিজ নেওয়া বিমান, সামরিক বিমান সহ।

কয়েকদিন আগেই পহেলগাঁওতে ভয়াবহ জঙ্গি হামলায় ২৫ ভারতীয়-সহ ২৬ জনের মৃত্যু হয়। গত মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে এই হামলায় আরও বেশ কয়েকজন পর্যটক আহত হন।

হামলার পর কেন্দ্রীয় সরকার পাকিস্তানের ওপর চাপ সৃষ্টি করতে একাধিক পদক্ষেপ নিয়েছিল। এই পদক্ষেপগুলির মধ্যে রয়েছে সিন্ধু জল চুক্তি স্থগিত, পাকিস্তান হাই কমিশনের কর্মীদের হ্রাস এবং আটারি সীমান্ত চেকপোস্ট বন্ধ করা।

ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দেওয়ার পাশাপাশি ভারতের বেশিরভাগ পদক্ষেপের নকল করাও ঘোষণা করেছিল পাকিস্তান। ভারতের সঙ্গে করা সব চুক্তির পাশাপাশি সিমলা চুক্তি থেকেও সরে আসার হুমকি দিয়েছে তারা।

হামলার পর থেকেই দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে, পাকিস্তান বারবার নিয়ন্ত্রণ রেখা (এলওসি) এবং জম্মু ও কাশ্মীরের আন্তর্জাতিক সীমান্তে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। ভারতীয় বাহিনী এই লঙ্ঘনের উপযুক্ত জবাব দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *