ভারতের সঙ্গে চলমান সংঘাতের আবহে পাকিস্তানের সুপ্রিম কোর্ট অপরিসীম শক্তি দিল সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে। বুধবার পাক সেনায় অভ্যুত্থানের জল্পনা তৈরি হয়েছিল। এরই মাঝে বুধবার সুপ্রিম কোর্ট এক রায়ে বলে, সাধারণ নাগরিকদেরও সামরিক আদালতে বিচার করা যেতে পারে, যাদের শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। এর ফলে এবার কোনও সাধারণ মানুষ যদি জেনারেল আসিম মুনিরকে চ্যালেঞ্জ জানান, তাকে নিজের আদালতে নিয়ে গিয়েই বিচার করতে পারবেন মুনির।
উল্লেখ্য, ২০২৩ সালের ৯ মে ইমরান খানকে গ্রেফতারের পরে সংঘটিত সহিংস বিক্ষোভে হামলার মুখে পড়েছিল পাকিস্তানি সেনা। বিভিন্ন স্থানে পাক সেনাকে মার খেতে দেখা গিয়েছিল। সেনা ঘাঁটিতে ঢুকে ইমরান সমর্থকরা তাণ্ডব চালিয়েছিলেন। এই আবহে দাঙ্গার দোষে ইমরান সমর্থকদের বিচার হতে পারে সামরিক আদালতে।প্রসঙ্গত, ৯ মে হিংসার মামলায় ইমরান খানের প্রায় এক হাজার সমর্থককে গ্রেফতার করা হয়। শুধু তাই নয়, তাদের শত শত সমর্থককে কোনও প্রমাণ ছাড়াই জেলে ঢোকানো হয়েছিল বলে অভিযোগ পিটিআইয়ের। এরপর ২০২৩ সালের অক্টোবরে, আদালত রায় দিয়েছিল যে সামরিক আদালতে সাধারণ মানুষের বিচার সম্ভব নয়।

এরপর এই সিদ্ধান্তের বিরুদ্ধে বেশ কয়েকটি আপিল দায়ের করা হয়, যার ভিত্তিতে সুপ্রিম কোর্ট ৭ মে তার পুরনো সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয়। আর তার ফলে এবার অপরিসীম শক্তি হাতে পেয়ে গেলেন জেনারেল আসিম মুনির। প্রসঙ্গত, ভারতের সঙ্গে সংঘাতের আবহে ইমরান খানকে জেল থেকে ছেড়ে দেওয়ার দাবিতে সরব হচ্ছে পিটিআই। এদিকে ইমরান খান বিরোধী হিসেবে পরিচিত আসিম মুনির। এহেন পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের এই রায়তে মুনির এখন আরও ‘ভয়ঙ্কর’।