পাক PMর স্ত্রীকে নিশানা করেন মুনির

Spread the love

‘অপারেশন সিঁদুরে’ কুপোকাত পাকিস্তানের সেনার ফিল্ড মার্শাল আসিফ মুনিরের কীর্তি এবার ফাঁস করে দিলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। বর্তমানে জেলবন্দি অবস্থায় পাকিস্তানে আটক রয়েছেন ইমরান। আর সেই অবস্থা থেকেই তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে সাফ জানালেন, পাকিস্তানের বর্তমান সেনাপ্রধান আসিফ মুনিরের ‘প্রতিশোধী’ মনোভাবের কথা।

ইমরানের অভিযোগ, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় আসিফ মুনিরকে যখন তিনি পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই-র ডিজির পদ থেকে আসিফ মুনিরকে সরিয়ে দিয়েছিলেন। ইমরানের দাবি, এরপরই ইমরানের স্ত্রী বুশরা বিবিকে নিশানা করেন মুনির। ইমরান তাঁর পোস্টে লিখছেন,’ প্রধানমন্ত্রী হিসেবে, যখন আমি জেনারেল আসিম মুনিরকে আইএসআই-এর ডিজি পদ থেকে অপসারণ করি, তখন তিনি বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য মধ্যস্থতাকারীদের মাধ্যমে আমার স্ত্রী বুশরা বিবির সাথে যোগাযোগ করতে চেয়েছিলেন।” 

এরপরই ইমরান খান লেখেন,’ বুশরা বিবি স্পষ্টভাবে অস্বীকার করে বলেন যে, এই ধরণের বিষয়ে তার কোনও সম্পৃক্ততা নেই এবং তিনি তাঁর সাথে দেখা করবেন না। বুশরা বিবির ১৪ মাসের অন্যায্য কারাবাস এবং কারাগারে তাঁর সঙ্গে হওয়া প্রতিশোধপরায়ণ অমানবিক আচরণের পিছনে জেনারেল আসিম মুনিরের প্রতিহিংসাপরায়ণ মনোভাবই দায়ী।”

পাকিস্তানের সেনাপ্রধানের এমন ঘৃণ্য মনোভাবের পর্দা ফাঁস করে ইমরানের পোস্টে লেখা হয়,’ ব্যক্তিগত প্রতিহিংসার জন্য আমার স্ত্রীকে যেভাবে টার্গেট করা হয়েছে তা নজিরবিহীন। এমনকি পাকিস্তানের একনায়কতন্ত্রের অন্ধকারতম সময়েও এমন ঘটনা কখনও ঘটেনি।’ ইমরান লিখছেন, তাঁর স্ত্রী বুশরার ‘বিরুদ্ধে অপরাধে সহায়তা এবং প্ররোচনার অভিযোগ আনা হয়েছিল, যার কোনও প্রমাণ কখনও উপস্থাপন করা হয়নি, এবং তাকে একের পর এক মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হচ্ছে।ইমরান বলছেন, পাকিস্তানের জেল সংক্রান্ত যাবতীয় নিয়ম বিধি লঙ্ঘন করে তাঁর সঙ্গে তাঁর স্ত্রী বুশরা বিবিকে দেখা করতে দেওয়া হয়নি। তিনি বলছেন, তাঁর স্ত্রী বুশরা বিবি,’ একজন সাধারণ নাগরিক, একজন গৃহিণী যার কোনও রাজনৈতিক সম্পৃক্ততা নেই। গত চার সপ্তাহ ধরে আমাকে তাঁর সাথে দেখা করতেও দেওয়া হয়নি।” 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *