এই মুহূর্তে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে অভিনয় করছেন টেলি দুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী তন্বী লাহা রায়। অভিনেত্রীর জন্মদিনে তাঁকে শুভেচ্ছাবার্তা জানালেন সহ অভিনেতা অভ্রজিত চক্রবর্তী। তন্বী নিয়ে কী লিখলেন তিনি?
‘তুমি রবে নীরবে’, ‘বেনে বউ’, ‘আজব প্রেমের গল্প’, ‘টেক্কা রাজা-বাদশা’ সহ একাধিক ধারাবাহিক এবং সিনেমায় অভিনয় করেছেন তন্বী লাহা রায়। এই মুহূর্তে জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে মিরা চরিত্রে অভিনয় করছেন তিনি।
মিরা চরিত্রটি মূলত খল চরিত্র, যে আর্যকে ভীষণ ভালোবাসে। অন্যদিকে আর্য অপর্ণাকে ভালোবাসে বলে মিরা প্রতিনিয়ত অপর্ণাকে সবার সামনে অপমান করার চেষ্টা করে। খুব সম্প্রতি ধারাবাহিকে দেখা গিয়েছে, মিরা আর্যকে মনের কথা বললেও আর্য সব জানিয়ে দেয় সেই শুধুই মিরার বন্ধু। আর্যর মুখে এই কথা শুনে ভেঙে পড়ে মিরা।
এই ধারাবাহিকে আরও একটি পার্শ্ব চরিত্র রয়েছে যার নাম কিঙ্কর। এই চরিত্রে অভিনয় করছেন অভ্রজিত চক্রবর্তী। ধারাবাহিকে একসঙ্গে কাজ করার সুবাদে তন্বী লাহা রায়কে বেশ কাছ থেকে দেখেছেন অভ্রজিত। অভ্রজিতের চোখে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের মিরা আদতে কেমন মানুষ?

মিরা ওরফে তন্বীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে অভ্রজিত লেখেন, ‘মিরা ম্যাডামকে নিয়ে কিছু লেখা হয় না, অদ্ভুত অদম্য মানসিকতার এক শিল্পী, সহ অভিনেত্রী হিসেবে এত ভালো সময়জ্ঞান, এতটাই ফোকাসড আমি এই এতগুলো বছরে কম দেখেছি। ভদ্র নম্র, পাগলী আবার ইনোসেন্ট।’
‘সিরিয়াল একদিন শেষ হবে কিন্তু মিরা ম্যাডাম আমাদের সবার অন্তরে রয়ে যাবে। আজ ওর জন্মদিন। এই ভাবেই থেকো, নিউ টাউন থেকে ড্রাইভ করে শ্যুটিং আবার বাড়ি ফেরা। এই জীবনে শক্তি সারা জীবন ঈশ্বর পাশে থাকবে পসরা সাজিয়ে, হ্যাপি বার্থডে মিরা ম্যাডাম।’
কিংকর
ইতি অভ্রজিৎ।