ইসরাইলি হামলায় মধ্য ইরানের কোমের কাছে ফোর্ডো পারমাণবিক স্থাপনায় কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ইরান।শনিবার (১৪ জুন) ইরানের বার্তা সংস্থা আইএসএনএ আণবিক শক্তি সংস্থার একজন মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ইসরাইলি হামলায় ফোর্ডো পারমাণবিক স্থাপনায় কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।
সংস্থাটির মুখপাত্র বেহরুজ কামালভান্দি বলেন, ফোর্ডো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনায় কিছু এলাকায় সীমিত ক্ষতি হয়েছে।
তিনি আরও বলেন, আমরা এরইমধ্যে সরঞ্জাম ও উপকরণের একটি উল্লেখযোগ্য অংশ সরিয়ে নিয়েছিলাম। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বা তেজস্ক্রিয় দূষণ নিয়ে কোনো উদ্বেগ নেই।
এর আগে দেশটির মধ্যঞ্চলীয় প্রদেশ ইসফাহানের নাতানজ পারমাণবিক স্থাপনায় ইসরাইলি হামলায় শুধুমাত্র উপরিভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছিল এইওআই’র মুখপাত্র বেহরুজ কামালভান্দি।
শুক্রবার টেলিভিশনে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, ইরানের আনবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলাহি নাতানজ পরমাণু কেন্দ্র পরিদর্শন করেছেন। পরে তিনি জানিয়েছে, ইসরাইলি হামলায় এর উপরিভাগ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এইওআই’র মুখপাত্র বলেন, হামলায় উপরিভাগ ক্ষতিগ্রস্ত হলেও ভূগর্ভস্থে থাকা স্থাপনার কোনো ক্ষতি হয়নি। নাতানজ পরমাণু কেন্দ্রের মধ্যে রাসায়নিক এবং বিকিরণ দূষণ শনাক্ত হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, এর প্রভাব বাইরে ছড়িয়ে পড়েনি। আমাদের এখন এর ভেতরে জীবাণু মুক্ত করতে হবে।