পার্পল লাইনে আজ মেট্রোর জন্য অপেক্ষা করতে হবে একটু বেশি

Spread the love

সপ্তাহের ব্যস্ত অফিসের দিনে আজ পার্পল লাইন দিয়ে যাঁরা যাতায়াত করেন, তাঁদের ভোগান্তির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার, পার্পল লাইনে কম সংখ্যক মেট্রো চলাচল করবে বলে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে কর্তৃপক্ষ। কিছু প্রযুক্তিগত কারণের জন্য এই লাইনে কম সংখ্যক মেট্রো যাতায়াত করবে। এই লাইনে আজ কতক্ষণ পর পর মেট্রো রয়েছে দেখা যাক। প্রথম আর শেষ মেট্রো কখন ছাড়বে এই লাইনে দেখে নেওয়া যাক।

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, পার্পল লাইনে আজ ৪০ মিনিট অন্তর অন্তর মিলবে মেট্রো। ফলত, এই লাইনে মেট্রোর জন্য আজ একটু বেশি অপেক্ষ করতে হবে যাত্রীদের। অন্যান্য দিন ২৪ মিনিট অন্তর ছাড়ে এই লাইনের মেট্রো। তবে সেই সময়কাল আজ বাড়বে। ফলত, আধ ঘণ্টার বেশি দেরিতে এই লাইনে আজ মেট্রো মিলবে। জানানো হয়েছে, পার্পল লাইনে, আজ মঙ্গলবার আপের দিকে ১৯ টি মেট্রো চলবে। আর ডাউনেও একই সংখ্যক মেট্রো চলবে। এই লাইনে ৬২ টি মেট্রোর পরিবর্তে আজ চলবে ৩৮ টি মেট্রো। স্বভাবতই যাত্রী দুর্ভোগ এই লাইনে আজ উদ্বেগের কারণ হতে পারে। জোকা থেকে মাঝেরহাট লাইনের এই মেট্রো লাইনে আজ প্রথম মেট্রো জোকা থেকে ছাড়বে সকাল ৮ টায়। মাঝেরহাট থেকে প্রথম ট্রেনটি ছাড়বে সকাল ৮.২০ মিনিটে।

পার্পল লাইনে মঙ্গলবারের শেষ মেট্রো কখন ছাড়বে?

আজ মঙ্গলবার পার্পল লাইনে জোকা থেকে শেষ মেট্রো চলবে রাত ৮ টায়। অন্যদিকে, মাঝেরহাট থেকে শেষ মেট্রো চলবে রাত ৮ টা ২০ মিনিটে। এদিকে, সকালে অফিস টাইমে ওই লাইনে কম সংখ্যক মেট্রো চলাচল যাত্রীদের সমস্যা বাড়িয়ে দেবে বলে আশঙ্কা। অন্যদিকে, রাতে অফিস ফিরতি যাত্রীদের ক্ষেত্রেও ওই একই দুর্ভোগ মাথাচাড়া দিতে পারে বলে মনে করা হচ্ছে।

বড় পদক্ষেপ মেট্রোর:-

এদিকে, মেট্রোয় যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে বড় পদক্ষেপ নিল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই ১ জুন থেকে যাত্রীদের হলুদ লাই পার করা নিয়ে বড় পদক্ষেপ শুরু করে দিয়েছে মেট্রো। বলা হয়েছে, যাঁরাই অযথা হলুদ লাইন পার হবেন স্টেশনে তাঁদের ২৫০ টাকা জরিমানা দিতে হবে। ১ জুন ২০২৫ থেকে এই নয়া নিয়ম যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে শুরু করেছে মেট্রো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *