পাল্টে গেল Zee লোগো

Spread the love

ধারাবাহিক থেকে জনপ্রিয় শো, রচনা বন্দ্যোপাধ্যায় থেকে সৌরভ গাঙ্গুলী, এই চ্যানেলের হাত ধরে মানুষ বহুবার করেছে নিজের স্বপ্ন পূরণ। ১০ বছরের এই দীর্ঘ যাত্রায় আবার একবার পাল্টে গেল জি বাংলার লোগো। তারই একটি প্রমো সম্প্রতি মুক্তি পেয়েছে চ্যানেলের তরফ থেকে।

প্রোমোটি পোস্ট করে জি বাংলার তরফ থেকে একটি সুন্দর ক্যাপশন লেখা হয়েছে। ক্যাপশনে লেখা, প্রত্যেকেরই একটি নিজস্ব গল্প থাকে। একটি গল্প যা শুনতে আলাদা হলেও অনুভূতিটা ভীষণ চেনা। আর যখন মানুষ একজোট হয়, তখন হৃদয়গুলো জুড়ে যায়। তখন সেই গল্পটা শুধু আমার থাকে না, সেটা আমাদের হয়ে যায়। জি এমন গল্প নিয়ে আসে, যা আপনার সঙ্গে কথা বলে, যা আপনার মনের গল্প বলে। গল্প যা সত্যিই আপনার।

প্রমোয় একটি সুন্দর বিয়ের গল্প দেখানো হয়েছে। একটি মেয়ে, যার বিয়ের আগেই তার বাবাকে চলে যেতে হয় দেশের কাজে। বাড়িতে শুধু একা মা। মেয়েটির বিয়েতে এগিয়ে আসে পাড়া-প্রতিবেশী সকলে। মেয়ের বিয়ে সম্পন্ন হওয়ার পর বিয়ে বাড়িতে উপস্থিত হন বাবা। ফটোগ্রাফার মা-বাবার সঙ্গে একটি ফ্যামিলি ফটো তুলতে বলায় মেয়ের বাবা বলেন, এখানে সবাই পরিবার।

জি বাংলায় সম্প্রচারিত ধারাবাহিকগুলির গল্প আলাদা আলাদা হলেও প্রত্যেক পরিবারের মানুষ একে অপরের সঙ্গে থাকেন সবসময়। ঠিক এইভাবেই একসঙ্গে যে পথ চলা শুরু হয়েছিল, সেই পথ যেন এই ভাবেই এগিয়ে যায় সামনের দিকে। নতুন লোগো নিয়ে নতুন যাত্রা যেন সুখকর হয় জি বাংলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *